সান্তোসে নেইমার: রাজপুত্রের প্রত্যাবর্তন

'রাজপুত্র ফিরে এসেছে' লেখা ছোট ব্যানারের প্রতিটির মূল্য ১০ রিয়াল। যা বাংলাদেশি মুদ্রায় দুইশ টাকারও বেশি। আর সেটা কিনতে কোনো কৃপণতা করছেন না সমর্থকরা। কারণ আজ যে তাদের রাজপুত্র ঘরে ফিরছে। স্টেডিয়ামের বাইরে এআই-প্রভাবিত গ্রাফিতিতে নেইমারকে আঁকা হলো আরও পরিণত চেহারায়।
সৌদি আরব থেকে নেইমারের ব্যক্তিগত জেট সকালে ব্রাজিলের সাও পাওলো রাজ্যের এক গ্রামীণ এলাকায় অবতরণ করে। তবে ক্লাবের আনুষ্ঠানিক কার্যক্রমে যোগ দেওয়ার আগে কয়েক ঘণ্টা বিশ্রামের অনুরোধ জানান তিনি। এরপর হেলিকপ্টারে করে সান্তোস শহরে নিয়ে যাওয়া হয় তাকে।
সান্তোস ক্লাবের সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক ভিডিওতে দেখা যায়, নেইমার তার পুরনো ১১ নম্বর জার্সি পরেননি, যেটা তিনি ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত পরেছিলেন। তার দ্বিতীয় অধ্যায়ে কিংবদন্তি পেলের বিখ্যাত ১০ নম্বর জার্সি। আর ভিডিওতে নেইমার বলেন, 'এই পবিত্র জার্সি পরা আমার জন্য অনেক বড় সম্মানের বিষয়।'
গত সোমবার সৌদি প্রো লিগের ক্লাব আল হিলাল নেইমারের সঙ্গে চুক্তি বাতিল করতে সম্মত হওয়ার ঘোষণা দেই। যেখানে এই ব্রাজিলিয়ান তারকা দীর্ঘ ১৮ মাস ইনজুরি ভুগে মাত্র সাত ম্যাচ খেলে গোল করেছেন একটি। আল হিলালে যোগ দেওয়ার কিছুদিন পরই আন্তর্জাতিক দায়িত্ব পালনকালে বাঁ হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে ফেলেন এই সাবেক বার্সা তারকা।
এক সংবাদ সম্মেলনে নেইমারকে প্রশ্ন করা হয়, তিনি কবে ঠিক করেছিলেন যে তিনি সান্তোসে ফিরবেন? উত্তরে নেইমার বলেন, 'কিছু সিদ্ধান্ত থাকে, যা ফুটবলের স্বাভাবিক যুক্তির বাইরে চলে যায় এবং অনেক সময় তা গভীরভাবে প্রভাব ফেলে।'
'আমি জানুয়ারির শুরুতেও ভাবিনি যে আমি সান্তোসে ফিরব বা আল হিলাল ছাড়ব। আমি ও আমার পরিবার সেখানে বেশ সুখী ছিলাম, আমি খেলার জন্য উদগ্রীব ছিলাম। কিন্তু পরে আমি অনুশীলনে দুঃখ অনুভব করতে শুরু করি, আমার দিনগুলো ভালো যাচ্ছিল না। ঠিক তখনই ফিরে আসার সুযোগ এলো, এবং আমি এক মুহূর্তও দ্বিধা করিনি,' যোগ করেন নেইমার।
পেশাদার ক্যারিয়ার ২০০৯ সালে সান্তোসের হয়ে শুরু করেছিলেন নেইমার। সেখান থেকে তিনি বিশ্বের অন্যতম সেরা তরুণ ফুটবলার হয়ে ওঠেন এবং ২০১১ সালে দলকে কোপা লিবার্তাদোরেস শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এরপর যোগ দেন বার্সেলোনায়।
নেইমারের চুক্তি নিয়ে সান্তোসের সহ-সভাপতি ফার্নান্দো বোনাভিডেস কানাল স্পোরটিভিকে বলেন, 'চুক্তিটি শুরুতে ছয় মাসের জন্য, তবে অবশ্যই আমরা তার সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক বজায় রাখতে সবকিছু করব। আমাদের আশা, তিনি আগামী বছরের বিশ্বকাপ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন।'
Comments