মেসির ১৮ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন ইয়ামাল

লিওনেল মেসি বার্সেলোনা ছাড়ার পর তার জায়গায় অনেক খেলোয়াড়কে দিয়েই খেলিয়েছেন কোচরা। কিন্তু সর্বকালের সেরা তারকার অভাব রয়েই গিয়েছিল দলে। তবে অবশেষে লামিনে ইয়ামালকে পেয়ে সেই অভাব যেন পূর্ণ করতে পেরেছে দলটি। কিছু ক্ষেত্রে তো মেসিকেই ছাড়িয়ে যাচ্ছেন এই তরুণ।

রোববার বিকেলে লা লিগার ম্যাচে আলাভেসের বিপক্ষে বার্সেলোনার ১-০ গোলের কষ্টার্জিত জয়ের মূলনায়ক ছিলেন ইয়ামাল। ম্যাচের একমাত্র গোলটির যোগানদাতাও তিনি। ম্যাচজুড়ে তার অসাধারণ ড্রিবলিং ক্ষমতার ঝলক দেখা গেছে। বিশেষ করে, এক দুর্দান্ত দৌড়ে যেখানে তিনি পাঁচজন ডিফেন্ডারকে কাটিয়ে বেরিয়ে যান, যা মুগ্ধ করেছে ফুটবলপ্রেমীদের।

অপ্টা'র পরিসংখ্যান অনুযায়ী, আলাভেসের বিপক্ষে ম্যাচে ইয়ামাল মোট ২১টি ড্রিবলের চেষ্টা করেন, যার মধ্যে ১১টি সফল হয়। তাতে লা লিগায় করা লিওনেল মেসির ১৮ বছরের পুরনো রেকর্ড ভেঙে দেন। ২০০৭ সালে মায়োর্কার বিপক্ষে এক ম্যাচে ২০টি ড্রিবলের চেষ্টা করে ১০টি সফল করেছিলেন মেসি, যা এতদিন ধরে এই প্রতিযোগিতায় তার সর্বোচ্চ ড্রিবলিং সাফল্যের রেকর্ড ছিল।

স্বাভাবিকভাবেই এই দুর্দান্ত পারফরম্যান্সের পর, লা লিগার সেরা ড্রিবলার হিসেবে নিজের অবস্থান আরও সুসংহত করেছেন ইয়ামাল। বর্তমান প্রতিযোগিতায় ৭৩টি সফল ড্রিবল সম্পন্ন করেছেন, যা তাকে শীর্ষস্থানে রেখেছে। তালিকার পরের দুইজন হলেন সেভিয়ার দোদি লুকেবাকিও (৬৪) এবং রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপে (৪৬)।

Comments

The Daily Star  | English

46th BCS written exam postponed amid protests

Md Zahirul Islam Bhuiyan, a PSC member, announced in front of the protesters that the scheduled date for the 46th Bangladesh Civil Service written exam (May 8) would be postponed

1h ago