এটাই আমাদের কাঙ্ক্ষিত খেলার ধরন: বার্সেলোনা কোচ

বায়ার্ন মিউনিখের কোচ থাকাকালীন সময়ে প্রথমবারের চেষ্টাতে জার্মান কাপ জিতে শুরু করেছিলেন হ্যান্সি ফ্লিক। বার্সেলোনার অধ্যায়ও প্রায় একই ধারায় চলছে। পৌঁছে গেছেন কোপা দেল রে'র সেমি-ফাইনালে। আর মাত্র দুটি ম্যাচ দূরে আছেন কাঙ্ক্ষিত শিরোপা থেকে। একই সঙ্গে টিকে আছেন বাকি সব লড়াইয়েও।
বৃহস্পতিবার রাতে মেস্তায়া স্টেডিয়ামে কোপা দেল রে'র কোয়ার্টার-ফাইনালে ভ্যালেন্সিয়াকে ৫-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। ফেরান তোরেসের হ্যাটট্রিকের সঙ্গে এই ম্যাচে গোল পেয়েছেন ফেরমিন লোপেজ ও লামিন ইয়ামাল। তবে এমন পারফরম্যান্সে দারুণ খুশি ফ্লিক। এটাই তাদের কাঙ্ক্ষিত খেলার ধরণ বলেও জানান তিনি।
চলতি মৌসুমে বার্সা এখন পর্যন্ত ৩৫টি অফিসিয়াল ম্যাচে ১০৯ গোল করেছে, যা কাঙ্ক্ষিত কৌশলের প্রতিফলন বলেন ফ্লিক, 'এটাই সেই খেলার ধরন, যা আমরা চাই—প্রতিটি মুহূর্তে পরবর্তী গোলের জন্য ক্ষুধার্ত থাকা। যখন আমরা এই গতিতে খেলি, বিশেষ করে এই তরুণদের নিয়ে, তখন আমরা সর্বোচ্চ গোলের জন্য সবসময় চেষ্টা করি।'
সবমিলিয়ে দলের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট ফ্লিক কৃতিত্ব দিয়েছেন দলের সবাইকে, 'আমি দলে সবাইকে নিয়ে খুব খুশি। আমরা অনেক সুযোগ তৈরি করেছি এবং তা কাজে লাগিয়েছি। সব কৃতিত্ব খেলোয়াড়দের এবং পুরো দলের। আমরা এখন কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, তাই সবাইকে নিজের সর্বোচ্চটা দিতে হচ্ছে, এবং তারা সেটাই করছে।'
চোট কাটিয়ে ফেরা তোরেসের হ্যাটট্রিকেও দারুণ উচ্ছ্বসিত কোচ, 'আমরা শুরু থেকেই দারুণ খেলেছি। ফেরানের জন্য আমি খুব খুশি, তার হ্যাটট্রিক অসাধারণ ছিল। সে ইনজুরি কাটিয়ে ফিরেছে এবং কঠিন সময় পার করেছে, কিন্তু এখন তার দক্ষতা দেখাচ্ছে "নাম্বার ৯" পজিশনে।'
এছাড়াও পেদ্রির অসাধারণ নৈপুণ্য নিয়ে বলেন, 'সে তার পজিশনে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়। সে খেলা উপভোগ করে, সবসময় বল চায় এবং যেকোনো মুহূর্তে আক্রমণে থাকতে চায়। তাকে এই ফর্মে দেখা সত্যিই দারুণ, এবং আমি আশা করি সে এভাবেই খেলে যাবে।'
গোলরক্ষক বয়েজিয়েক শেজনির একাদশে ফিরে এসে কীভাবে খেলছেন জানতে চাইলে ফ্লিক বলেন, 'সে তার কাজ ঠিকঠাক করছে, স্থিরতা বজায় রেখেছে, গোল হজম করেনি এবং আত্মবিশ্বাস দেখিয়েছে।'
Comments