লা লিগা সভাপতির সমালোচনায় রিয়াল কোচ

দুদিন আগেই রিয়াল মাদ্রিদের কড়া সমালোচনা করেছিলেন লা লিগা সভাপতি হ্যাভিয়ের তেবাস। রিয়াল মাদ্রিদ বিবেকহীন কার্যকলাপ করছে বলে দাবি করেছিলেন তিনি। এবার লা লিগা সভাপতির সমালোচনা করে পাল্টা জবাব দিয়েছেন রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি।
গত সপ্তাহান্তে এস্পানিওলের কাছে ০-১ গোলে হারের পর রেফারিং নিয়ে অভিযোগ করেছিল রিয়াল মাদ্রিদ। সে বিষয়টি ভালোভাবে নেননি লা লিগা সভাপতি। তোপ দাগিয়ে বৃহস্পতিবার মন্তব্য করেছিলেন, রিয়াল মাদ্রিদ "বিবেক হারিয়ে ফেলেছে"।
তেবাসের মন্তব্য সম্পর্কে প্রশ্ন করা হলে আনচেলত্তি বলেন, "তেবাস নিশ্চিন্ত থাকতে পারেন, এখানে কেউই বিবেক হারায়নি। আমরা শুধু ব্যাখ্যা চেয়েছি এবং একটি ব্যবস্থার পরিবর্তন দাবি করেছি। কেউই খুশি নয়। সবাই মনে করে যে এই ব্যবস্থা রিয়াল মাদ্রিদকেই সুবিধা দেয়, তাই যখন আমরা অভিযোগ করি, তখন কেউ বিশ্বাস করতে চায় না।"
আগামীকাল শনিবার রাতে লা লিগার গুরুত্বপূর্ণ ম্যাচে অ্যাতলেতিকো মাদ্রিদের মুখোমুখি হবে রিয়াল। ডার্বি ম্যাচ প্রসঙ্গে আনচেলত্তি বলেন, "এটি দুই দলের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ, কারণ তারা দুজনেই লিগ জয়ের লক্ষ্য নিয়ে খেলছে। প্রতিযোগিতামূলক এবং লড়াইভিত্তিক ম্যাচ হবে, যা ডার্বির ক্ষেত্রে নতুন কিছু নয়। অ্যাতলেতিকোর শিরোপা জয়ের যথেষ্ট দক্ষতা রয়েছে, যেমনটা আমাদেরও আছে।"
বার্সেলোনার বিপক্ষে স্প্যানিশ সুপার কাপ ও লা লিগায় ৫-২ ও ৪-০ ব্যবধানে হারের তিক্ত স্মৃতি এখনও সতেজ থাকায় আনচেলত্তি স্বীকার করেন, "শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে আমরা এই মৌসুমে আমাদের সর্বোচ্চটা দিতে পারিনি। তবে আমাদের এই তিন পয়েন্ট দরকার, কারণ লিগের জন্য এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ।"
ডার্বি ম্যাচে জয় পেলে রিয়াল চার পয়েন্টের ব্যবধানে এগিয়ে যাবে, তবে হেরে গেলে দিয়েগো সিমিওনের দল দুই পয়েন্ট এগিয়ে শীর্ষে উঠবে।
দলের স্কোয়াড পরিস্থিতি নিয়ে আনচেলত্তি বলেন, "আমাদের কিছু সংশয় ছিল, তবে এখন তা কেটে গেছে। লুকাস ভাসকেজ এবং এদুয়াদো কামাভিঙ্গা খেলার জন্য প্রস্তুত। গুণমান ও প্রতিশ্রুতি ছাড়া সফলতা আসে না। আমাদের মৌসুমে গুণমান বেশি ছিল, কিন্তু প্রতিশ্রুতির ঘাটতি ছিল, যা আমাদের পূরণ করতে হবে।'
এদিকে, আন্তোনিও রুদিগার ও ডেভিড আলাবার ইনজুরির কারণে দলের কোনো অভিজ্ঞ সেন্টার-ব্যাক না থাকায়, যা আগামী সপ্তাহের ম্যানচেস্টার সিটির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের প্লে-অফ ম্যাচের পরিকল্পনাকেও প্রভাবিত করবে, আনচেলত্তি বলেন, "আমরা রক্ষণভাগে এক ধরনের জরুরি পরিস্থিতির মধ্যে রয়েছি।"
"এখনও মৌসুমের শেষ অনেক দূরে, কিন্তু রুদিগার ও আলাবা খুব দ্রুতই ফিরবে। তরুণ একাডেমি খেলোয়াড়দের অন্তর্ভুক্ত করে আমরা এই ঘাটতি সামাল দিচ্ছি, পাশাপাশি কিছু খেলোয়াড়ের পজিশন পরিবর্তন করছি। এটি স্বাভাবিক পরিস্থিতি নয়, তবে আমরা দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে আসার চেষ্টা করছি। জরুরি অবস্থা সামলাতে হবে, তবুও আমাদের ফলাফল আনতে হবে। আমরা এখনও শীর্ষস্থান ধরে রেখেছি," যোগ করেন আনচেলত্তি।
Comments