রিয়ালকে দুর্বল ভেবে ভুল করতে চায় না ম্যানসিটি

চোটের কারণে রক্ষণভাগের অভিজ্ঞ সেনানী কেউ নেই। এমনকি ব্যাকআপ ডিফেন্ডাররাও গেছেন ছিটকে। একাডেমীর তরুণ ও মেকশিফট ডিফেন্ডার দিয়ে সামলাতে হবে রক্ষণভাগ। স্বাভাবিকভাবেই কিছুটা হলেও শক্তি কমেছে রিয়াল মাদ্রিদের। তবে রিয়ালের ইতিহাস যেনেই তাদের দুর্বল ভেবে কোনো ভুল করতে নারাজ ম্যানচেস্টার সিটির পর্তুগিজ ডিফেন্ডার রুবেন দিয়াস।

ইতিহাদ স্টেডিয়ামে আজ মঙ্গলবার রাতেই চ্যাম্পিয়ন্স লিগের প্লে-অফের ম্যাচে রিয়াল মাদ্রিদকে আতিথেয়তা দেবে ম্যানচেস্টার সিটি। এই ম্যাচে আন্তনিও রুদিগার, দানি কারবাহাল, ডেভিড আলাবা, এদের মিলিতাও ও লুকাস ভাসকেজদের মতো তারকা ডিফেন্ডারদের পাচ্ছেন না স্প্যানিশ ক্লাবটি।

তবে রিয়ালের রক্ষণভাগের খেলোয়াড়দের ইনজুরিতেও সিটিকে কোনো সুবিধা এনে দেবে না বলেই মনে করেন দিয়াস, 'আমাদের সবচেয়ে বড় ভুল হবে যদি আমরা ধরে নিই যে ইনজুরির কারণে তারা দুর্বল হয়ে পড়েছে। আমাদের নিজেদের সর্বোচ্চ পর্যায়ে খেলতে হবে, প্রতিপক্ষ কেমন আছে সেটা নিয়ে না ভেবে।'

সাম্প্রতিক সময়টা ভালো যাচ্ছে না সিটিরও। মাঝে তো ১৩ ম্যাচে ৯টিতেই হার মেনেছে তারা। সবশেষ সাত ম্যাচেও জয় মাত্র তিনটি। তাই প্রতিপক্ষের দুর্বলতা নিয়ে না ভেবে নিজেদের নিয়েই ভাবছেন দিয়াস, 'আমাদের নিজেদের গেমপ্ল্যানের ভারসাম্য বজায় রাখতে হবে, তাহলেই ফলাফল আসবে। আমাদের মনে রাখতে হবে, প্রতিপক্ষ দুর্বল ভাবার মতো বিলাসিতা আমাদের নেই।'

গত মৌসুমে এই রিয়ালের কাছে হেরেই বাদ পড়েছিল সিটি। সেই ম্যাচের ফলাফলে হতাশা প্রকাশ করে এই ডিফেন্ডার বলেন, 'গত বছর আমরা পুরো ম্যাচ নিয়ন্ত্রণ করেও গোল করতে পারিনি, যা সত্যিই হতাশাজনক ছিল। এই প্রতিযোগিতায় এমন দল আসে, যারা আমাদের খেলার ধরনকে কঠিন করে তোলে। এবার আমাদের আরও বেশি নিয়ন্ত্রণ রাখতে হবে, কারণ এভাবেই আমরা জয়ী হতে পারি। এটা আমাদের খেলার ধরন।'

রিয়ালকে নিয়ে সতর্ক কোচ পেপ গার্দিওলাও, '৯০ বা ১৮০ মিনিটের মধ্যে (রিয়ালের) এইসব খেলোয়াড়দের সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করা অসম্ভব। সবাই তাদের চেনে, নতুন কিছু বলার নেই। তারা কীভাবে একে অপরের সঙ্গে সমন্বয় করে, কীভাবে প্রতিপক্ষকে ছাড়িয়ে যায়—এরা অসাধারণ খেলোয়াড়। আমাদের চেষ্টা করতে হবে যাতে তারা যত কম সম্ভব বলের সংস্পর্শে আসে।'

'তারা সবকিছুই করতে পারে, তাই আমাদের নিজেদের খেলা চাপিয়ে দিতে হবে এবং প্রথম লেগে বুদ্ধিদীপ্তভাবে খেলতে হবে। আমরা পরিস্থিতি বুঝে মাঠে নামব, যেন বার্নাব্যুতে ভালো ফল আনতে পারি,' যোগ করেন ম্যানসিটি কোচ।

Comments

The Daily Star  | English

India’s white-ball tour of Bangladesh deferred to September 2026

The Bangladesh Cricket Board (BCB) on Saturday confirmed that India’s white-ball tour of Bangladesh, originally scheduled for next month, has been postponed to September 2026.

1h ago