রিয়ালেই থাকতে চান রদ্রিগো

বিশাল অঙ্কের অর্থের ঝনঝনানি। সৌদি প্রো লিগের ক্লাবের কাছ থেকে বেশ কিছু দিন থেকেই এই লোভনীয় প্রস্তাব পেয়ে যাচ্ছেন রদ্রিগো। কিন্তু সেই প্রস্তাবে সাড়া দিচ্ছেন না তিনি। আরও অনেক বছর রিয়াল মাদ্রিদেই খেলতে চান এই ব্রাজিলিয়ান তারকা ফুটবলার।

শেষ দুই বছর ধরেই ইউরোপের নামীদামী সব খেলোয়াড়দের টেনে চমক দেখাচ্ছে সৌদি প্রো লিগের ক্লাবগুলো। সে ধারায় এবার রদ্রিগোকে চেয়েছিল তারা। তবে রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড জানিয়ে দিয়েছেন, অন্যান্য ক্লাবগুলোর আগ্রহের জন্য তিনি কৃতজ্ঞ, তবে আপাতত রিয়াল ছাড়ার কোনো ইচ্ছা নেই তার।

২৪ বছর বয়সী এই ব্রাজিলিয়ান ফুটবলার সৌদি আরবের লোভনীয় প্রস্তাব নিয়ে বলেন, 'সৌদি আরব থেকে আসা প্রস্তাবগুলোর শর্তগুলো নিয়ে মূলত আমার বাবা, যিনি আমার এজেন্ট, এবং ক্লাবের সঙ্গে আলোচনা করেন। আমি বিস্তারিত কিছু জানি না। তবে অন্য ক্লাবগুলোর আগ্রহের জন্য আমি কৃতজ্ঞ।'

রিয়ালে বর্তমান চুক্তি ২০২৮ সাল পর্যন্ত থাকা এই খেলোয়াড় জানিয়ে দেন নিজের ইচ্ছার কথাও, 'আমি এখানে (রিয়াল মাদ্রিদ) খুবই সুখে আছি। অনেক বছর ধরে এখানে খেলছি। আমি সবসময়ই বলি, চ্যাম্পিয়ন্স লিগে এই জার্সি গায়ে মাঠে নামা সত্যিই বিশেষ কিছু।'

মাঠেও সময়টা ভালোই কাটছে রদ্রিগোর। চলতি মৌসুমে এখন পর্যন্ত রিয়ালের হয়ে সব প্রতিযোগিতায় ৩১ ম্যাচে ১২টি গোল করেছেন এই ব্রাজিলিয়ান। পাশাপাশি সতীর্থদের দিয়ে করেছেন আরও ৮টি গোল। 

জানুয়ারি মাসে শীতকালীন ট্রান্সফার মার্কেটে সবচেয়ে বেশি ব্যয় করা পাঁচটি দেশের তালিকায় ছিল জার্মানি (২৯৫.৭ মিলিয়ন ডলার), ইতালি (২২৩.৮ মিলিয়ন ডলার), ফ্রান্স (২০৯.৭ মিলিয়ন ডলার) এবং সৌদি আরব (২০২.১ মিলিয়ন ডলার)।

ব্রাজিলিয়ান তারকা নেইমার আল-হিলাল ছেড়ে সান্তোসে যোগ দিলেও কলম্বিয়ান ফরোয়ার্ড জন দুরানের মতো প্রতিভাবান খেলোয়াড়কে কিনেছে আল-নাসর। অ্যাস্টন ভিলা থেকে ৭৭ মিলিয়ন ইউরো (৭৯.৯৭ মিলিয়ন ডলার) ট্রান্সফার ফিতে সৌদি ক্লাবটিতে যোগ দিয়েছেন, যিনি জানুয়ারির ট্রান্সফারে সবচেয়ে ব্যয়বহুল খেলোয়াড় ছিলেন।

Comments

The Daily Star  | English

Reforms, justice must come before election: Nahid

He also said, "This generation promises a new democratic constitution for Bangladesh."

5h ago