আল-নাসরের সঙ্গে নতুন চুক্তি রোনালদোর!

এইতো কদিন আগেই ৪০ এ পা দিয়েছেন ক্রিস্তিয়ানো রোনালদো। এই বয়সে তো বটেই, আরও আগেই অনেক নামীদামী খেলোয়াড়ও তুলে রেখেছেন বুট জোড়া। সে তালিকায় রোনালদোর অনেক সতীর্থও আছেন। কিন্তু সেখানে আল-নাসরের সঙ্গে নতুন করে এক বছরের চুক্তি করেছেন পাঁচ বারের ব্যলন ডি'অর জয়ী এই তারকা!

২০২৩ সালের জানুয়ারিতে আড়াই বছরের চুক্তিতে সৌদি আরবের ক্লাব আল-নাসরে যোগ দিয়েছিলেন রোনালদো। তার বর্তমান চুক্তি ২০২৪/২৫ মৌসুমের শেষে শেষ হওয়ার কথা ছিল। তবে আল-নাসরের এক কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, পর্তুগিজ তারকা আরও এক বছর থাকার বিষয়ে সম্মত হয়েছেন, যার ফলে তার নতুন চুক্তি ২০২৬ সালের জুন পর্যন্ত চলবে।

আল নাসরের হয়ে এখন পর্যন্ত ৯০ ম্যাচে ৮২ গোল করা রোনালদোকে নিয়ে ওই কর্মকর্তা আরও বলেন, 'দুই পক্ষ রোনালদোর চুক্তি নবায়ন করার বিষয়ে একমত হয়েছে, তবে এখনো স্বাক্ষর করা হয়নি। আগামী কয়েক দিনের মধ্যেই আনুষ্ঠানিক ঘোষণা আসবে।'

রোনালদোর চুক্তি নবায়নের খবরটি আসে তার ৪০তম জন্মদিনের এক সপ্তাহ ন পেরোতেই। সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদ তারকা ৬ ফেব্রুয়ারি আল-ফেইহার বিপক্ষে এক গুরুত্বপূর্ণ সৌদি প্রো লিগ ম্যাচে গোল করে নিজের বিশেষ দিনটি উদযাপন করেন। ম্যাচটিতে আল-নাসর ৩-০ ব্যবধানে জয়লাভ করে।

এরমধ্যেই ক্যারিয়ারের গোল সংখ্যা ৯২৫ এ নিয়ে গেছেন রোনালদো। এক হাজার গোল করাই এখন তার অন্যতম লক্ষ্য। সেই লক্ষ্যে দ্রুতই এগিয়ে যাচ্ছেন। যদিও কাজটা সহজ নয়। তবে সহজে যে হাল ছাড়ছেন না তা স্পষ্টই বুঝিয়ে দিলেন নতুন এই চুক্তিতে।

Comments

The Daily Star  | English

Pakistan says it has launched military offensive against India

Locked in a longstanding dispute over Kashmir, the two countries have engaged in daily clashes since Wednesday

3h ago