বাংলাদেশ দলের কিট স্পন্সর দেশীয় ব্র্যান্ড 'দৌড়'

বাংলাদেশ ফুটবল দলের অফিসিয়াল কিট স্পন্সরের চুক্তির আলোচনা চলছিল অনেক দিন থেকেই। বিদেশি কোনো ব্র্যান্ডের সঙ্গে চুক্তি হওয়ার গুঞ্জন ছিল ফুটবল মহলে। শেষ পর্যন্ত দেশীয় ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান 'দৌড়'-এর সঙ্গে দুই বছরের চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
আজ মঙ্গলবার বাফুফে ভবনে এক সংবাদ সম্মেলনে অফিসিয়াল কিট স্পন্সরের সঙ্গে চুক্তির ঘোষণা দেওয়া হয়। চুক্তিতে স্বাক্ষর করেন বাফুফের সহ-সভাপতি ও মার্কেটিং কমিটির প্রধান ফাহাদ করিম এবং 'দৌড়'-এর মালিক আবিদ আলম চৌধুরী।
চুক্তির পর ফাহাদ করিম বলেন, 'এটি একটি নতুন যুগের অংশীদারত্ব। আমাদের নতুন কমিটির প্রথম চার মাসের মধ্যে এটি ছোট হলেও তাৎপর্যপূর্ণ একটি অর্জন। এই চুক্তির মেয়াদ দুই বছর, তবে এক বছর পর বাফুফে চুক্তি পর্যালোচনা করার অধিকার রাখে। আমরা জাতীয় দলের কিটের পেছনে যে ব্যয় করতাম, এবার অন্তত বছরে এক কোটি টাকা সাশ্রয় হবে।'
'দৌড়'-এর মালিক আবিদ আলম চৌধুরী বলেন, 'আমাদের সঙ্গে কাজ করার সুযোগ দেওয়ার জন্য আমি বাফুফে সভাপতি তাবিথ আওয়ালকে ধন্যবাদ জানাই। আমরা এটি শুরু করেছি ভালোবাসা থেকে, আর আমাদের লক্ষ্য হলো দেশীয় ব্র্যান্ডকে বিশ্ব দরবারে পরিচিত করা।'
চুক্তি অনুযায়ী, 'দৌড়' জাতীয় পুরুষ ও নারী উভয় দলের জন্য প্রয়োজনীয় সব কিট সরবরাহ করবে। তবে চুক্তির সব বিস্তারিত বিষয় এখনো প্রকাশ করেনি বাফুফে।
সভাপতি তাবিথ আওয়াল পুরো নির্বাহী কমিটিকে এই স্পন্সরশিপ সম্পন্ন করার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, 'এই কিট স্পন্সর শিগগিরই ভক্তদের জন্য জাতীয় দলের জার্সি বিক্রি করবে, এবং বিক্রির লভ্যাংশ থেকে বাফুফে রয়্যালটি পাবে।'
Comments