সৌদির প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিনিসিয়ুস

কদিন আগেই রিয়াল মাদ্রিদের দেওয়া চুক্তি নবায়নের প্রথম প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র। রিয়ালের প্রস্তাবিত বেতন-ভাতা পছন্দ হয়নি বলেই খবর। এরমধ্যেই স্প্যানিশ রেডিও মার্কা জানিয়েছে ব্যক্তিগতভাবে সৌদি আরবের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন এই ব্রাজিলিয়ান। তাদের প্রস্তাব নিয়ে গভীরভাবে চিন্তা করছেন। ফুটবলারের ঘনিষ্ঠ মহলের মতে, এক বিলিয়ন ইউরোর প্রস্তাব প্রত্যাখ্যান করা কঠিন হবে তার জন্য।
সৌদি আরব খুবই গুরুত্ব সহকারে ভিনিসিয়ুসকে দলে টানার চেষ্টা করছে এবং তার সঙ্গে আরও ঘনিষ্ঠ যোগাযোগ তৈরি করছে। শুরু থেকেই এই আলোচনা সম্পর্কে অবগত ছিলেন ব্রাজিলিয়ান তারকা, যা ২০২৩ সাল থেকে শুরু হয় এবং এখনও চলছে। মার্কার তথ্য অনুযায়ী, সেই বছরের প্রথম বৈঠকেও সরাসরি উপস্থিত ছিলেন তিনি। সৌদি আরবের কর্মকর্তাদের সঙ্গে প্রায় ১৫ মিনিটের এক স্বস্তিদায়ক আলোচনায় বসেন, যেখানে শুধু আর্থিক দিক নয়, ক্রীড়া এবং ব্যক্তিগত পরিকল্পনাগুলোও যাচাই করে দেখেন।
প্রথম বৈঠকে, ভিনির ঘনিষ্ঠ মহলের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা, মধ্যস্থতাকারীরা এবং সৌদি রাজপরিবারের উচ্চপদস্থ ব্যক্তিরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত ছিলেন। মূল লক্ষ্য ছিল ভিনিসিয়ুসকে শুধু বিপুল অর্থের বিনিময়ে নয়, বরং উজ্জ্বল ভবিষ্যতের প্রতিশ্রুতি দিয়ে রাজি করানো। এ ছাড়া, তাকে ২০৩৪ বিশ্বকাপের 'অ্যাম্বাসেডর' হওয়ার সুযোগও দেওয়া হয়।
দ্বিতীয় বৈঠকটি আরও আনুষ্ঠানিকভাবে এবং নিরাপদ স্থানে অনুষ্ঠিত হয় প্রাগে। চেক প্রজাতন্ত্রের রাজধানীতে, গণমাধ্যমের নজর এড়িয়ে নিরপেক্ষ পরিবেশে, ভিনিসিয়ুসের এজেন্টরা সৌদি প্রো লিগের ভাইস প্রেসিডেন্ট সাদ আল লাজিজের সঙ্গে সাক্ষাৎ করেন। এই আলোচনায় তার জন্য পাঁচ বছরে এক বিলিয়ন ইউরোর একটি অভাবনীয় প্রস্তাব উপস্থাপন করা হয়, যেখানে তার বার্ষিক বেতন হবে ২০০ মিলিয়ন ইউরো। তবে, কোন ক্লাবে তিনি খেলবেন তা চূড়ান্ত হয়নি।
এদিকে ভিনিসিয়ুসের ঘনিষ্ঠ মহল মনে করে, এটা এমনই এক প্রস্তাব যা ফিরিয়ে দেওয়া প্রায় অসম্ভব। যখন তারা দেখেন যে সৌদিরা সত্যিই এই ট্রান্সফার নিয়ে সিরিয়াস, তখন তারা ভিনিসিয়ুসকে বুঝিয়ে দেন যে এটি ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় চুক্তিগুলোর একটি হতে পারে। আলোচনা শুরুর প্রায় দেড় বছর পরে দুই পক্ষের মধ্যে সংযোগ অনেক শক্তিশালী হয়ে উঠেছে। তিন সপ্তাহ আগেও সৌদি আরব সফর করেন তার এজেন্ট।
এদিকে পুরো পরিস্থিতি নিয়ে হতবাক তার ক্লাব রিয়াল মাদ্রিদ। ক্লাব চায়, মৌসুমের মাঝামাঝি এমন অস্থিরতা যেন দলের পারফরম্যান্সে প্রভাব না ফেলে। তাদের আত্মবিশ্বাসের অন্যতম কারণ হলো ভিনিসিয়ুসের চুক্তি রয়েছে আরও আড়াই বছর এবং এক বিলিয়ন ইউরোর বাই-আউট ক্লজ। ক্লাবটি স্পষ্ট জানিয়ে দিয়েছে যে তাকে বিক্রির কোনো পরিকল্পনা করেনি। কোনো ক্লাব যদি তাকে নিতে চায়, তবে ক্লজ অনুসারেই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তবে মার্কার আরও একটি প্রতিবেদনে জানানো হয়েছে রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের সঙ্গে এ নিয়ে কথা বলার ইচ্ছা প্রকাশ করেছেন ভিনিসিয়ুস।
Comments