উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ

রিয়ালের বিপক্ষে আমাদের জেতার সম্ভাবনা মাত্র এক শতাংশ: গার্দিওলা

Pep Guardiola

এ যেন হারার আগেই হেরে যাওয়া। রিয়াল মাদ্রিদের বিপক্ষে ফিরতে লেগে নামার আগে ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলার অবস্থা যেন হয়েছে এমনটাই। নিজেদের মাঠে হারার পর প্রতিপক্ষের মাঠে গিয়ে জেতার সম্ভাবনা স্রেফ "এক শতাংশ" দেখছেন তিনি।

গত সপ্তাহে তাদের শেষ ষোলোর প্লে-অফ লড়াইয়ে প্রথম লেগে সিটি ২-১ গোলে এগিয়ে থাকা সত্ত্বেও শেষ চার মিনিটের তোপে ৩-২ গোলে পরাজিত হয়েছিল সিটি।

পরের রাউন্ডে যেতে হলে রিয়ালের মাঠে জয়ের বিকল্প নেই সিটির, সেই সঙ্গে ব্যবধান রাখতে হবে বড়। এজন্য কোন আশা দেখছেন না সিটির কোচ, 'বার্নাব্যুতে ওই অবস্থান থেকে জেতার মার্জিন...সবাই জানে, আমাদের এগিয়ে যাওয়ার শতাংশ, আমরা এক শতাংশে পৌঁছেছি। অথবা আমি জানি না কত, তবে এটি খুবই কম হবে।'

জেতার হার কমে গেলেও একদম যে না খেলেই হাল ছেড়ে দেবেন তাও নয়, 'যতক্ষণ আপনার সুযোগ আছে আমরা চেষ্টা করব, এটা নিশ্চিত। আমরা সবসময় যেমন করেছি তেমনই খেলব, কিন্তু এই মরসুমে, বাস্তবতা হলো আমরা অনেক দূরে ছিলাম। আমরা এই মৌসুমে সত্যিই, সত্যিই খারাপ পারফরম্যান্স এবং ফলাফল করেছি।'

রিয়ালের কাছে হারের ধাক্কা কাটিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে সিটি নিউক্যাসলের বিপক্ষে ৪-০ গোলে জিতে স্পেনে যাচ্ছে। তবে এতে চ্যাম্পিয়ন্স লিগের বাস্তবতা বদল হবে না বলে বিশ্বাস করেন গার্দিওলা, 'শনিবার, আমরা সত্যিই ভালো খেলেছিলাম কিন্তু এটি বাস্তবতা পরিবর্তন করবে না। তবে অবশ্যই, এই ফলাফল নিয়ে মাদ্রিদে যাওয়া ভালো।'

Comments

The Daily Star  | English

Fresh clash erupts between CU students, locals

Both sides were seen hurling brickbats and wielding sticks during the confrontation, turning the area into a battlefield

22m ago