৫০২ দিন পর জালের দেখা পেলেন নেইমার

Neymar

দীর্ঘ ৫০২ দিন পর অবশেষে গোলের দেখা পেলেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। সাও পাওলো স্টেট চ্যাম্পিয়নশিপে আজ অ্যাগুয়া সান্তার বিপক্ষে ৩-১ গোলে সান্তোসের জয়ে পেনাল্টি থেকে গোল করেন তিনি।

সৌদি প্রো লিগের ক্লাব আল হিলাল ছেড়ে জানুয়ারিতে নিজের শৈশোবের ক্লাব সান্তোসে যোগ দেওয়া নেইমার বক্সের ভেতরে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় তার দল। ১৪তম মিনিটে স্পটকিক থেকে প্রতিপক্ষের গোলরক্ষককে বোকা বানিয়ে নিজের গোলখরা কাটান তিনি।

সান্তোসে ফেরার এই ম্যাচ পরে প্রথম অ্যাসিস্টও করেন, যা তার দলকে চতুর্থ বিভাগের ক্লাবটির বিপক্ষে সহজ জয় এনে দিতে সাহায্য করে।

৩৩ বছর বয়সী এই তারকার প্রতিযোগিতামূলক ম্যাচে সর্বশেষ গোল ছিল আল হিলালের হয়ে এফসি নাসাজ্জির বিপক্ষে ২০২৩ সালের ৩ অক্টোবর। সেটি ছিল সৌদি ক্লাবটির হয়ে তার একমাত্র গোল।

ব্রাজিল জাতীয় দলের সর্বোচ্চ গোলদাতা নেইমারের (১২৮ গোল) আল হিলালের সঙ্গে দেড় বছরের মেয়াদকালে বেশিরভাগ সময়ই ইনজুরিতে কেটেছে। চুক্তির ছয় মাস আগেই উভয় পক্ষ পারস্পরিক সম্মতিতে চুক্তি বাতিল করে।

 

Comments

The Daily Star  | English

Elections entirely Bangladesh's internal matter: Shafiqul

'Wounds caused by crimes against humanity perpetrated by AL still fresh,' says CA's press secretary

50m ago