'রোনালদোর স্তরে পৌঁছাতে পারবেন এমবাপে'

ইতিহাদ স্টেডিয়ামে অ্যাওয়ে ম্যাচ জিতেই কাজটা সহজ করে ফেলেছিল রিয়াল মাদ্রিদ। তারপরও প্রতিপক্ষ যখন ম্যানচেস্টার সিটি, তখন ঘরের মাঠেও নির্ভার ছিল না দলটি। তবে সেই কাজটা একেবারে সহজ করে দেন কিলিয়ান এমবাপে। করলেন দুর্দান্ত এক হ্যাটট্রিক। পারফরম্যান্সের এমন ধারাবাহিকতা রাখতে পারলে নিজেকে ক্রিস্তিয়ানো রোনালদোর স্তরে নিয়ে যাওয়া সম্ভব বলে মনে করেন কোচ কার্লো আনচেলত্তি।
সান্তিয়াগো বার্নাব্যুতে বুধবার চ্যাম্পিয়ন্স লিগের প্লে-অফ ম্যাচে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ৩-১ গোলের ব্যবধানে জিতেছে রিয়াল মাদ্রিদ। দুর্দান্ত হ্যাটট্রিক করে চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান চ্যাম্পিয়নদের শেষ ষোলোতে পৌঁছে দেন মূলত এমবাপেই।
রিয়ালের বহু জয়ের নায়ক রোনালদো। ক্লাবটির হয়ে ৪৩৮ ম্যাচে ৪৫১ গোল করে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষেও রয়েছেন তিনি। ম্যাচ শেষে এমবাপের উচ্ছ্বসিত প্রশংসা করে আনচেলত্তি বলেন, এই ফরাসির সামর্থ্য আছে ক্লাবের কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদোর স্তরে পৌঁছানোর।
সংবাদ সম্মেলনে এই ইতালিয়ান কোচ বলেন, 'তার মধ্যে সেই গুণ আছে, তবে তাকে পরিশ্রম করতে হবে, কারণ ক্রিস্তিয়ানো এক অসম্ভব উচ্চতা তৈরি করেছেন। তবে সে এখানে খেলার জন্য ভীষণ উদ্দীপ্ত, তাই আমার বিশ্বাস, সে ক্রিস্তিয়ানো স্তরে পৌঁছাতে পারবে।'
'সবাই অপেক্ষায় ছিল তার এই হ্যাটট্রিকের জন্য, যা অবশেষে এসেছে। তবে এমবাপেই একমাত্র নয়, আমাদের দলে আরও অনেক খেলোয়াড় আছে যারা পার্থক্য গড়ে দিতে পারে। তারা শুধু ব্যক্তিগত দক্ষতায় নয়, দলীয় প্রচেষ্টার মাধ্যমেও পার্থক্য গড়ে তোলে, যা প্রশংসনীয়,' যোগ করেন এই কোচ।
আনচেলত্তি স্বীকার করেন যে, তাদের দলকে কঠিন নকআউট পর্বের মধ্য দিয়ে যেতে হয়েছে। তবে এটা তাদের ধীরগতির শুরুর জন্যই হয়েছে, যার কারণে তারা লিগ পর্বে শীর্ষ আটের মধ্যে শেষ করতে ব্যর্থ হয়। শুক্রবারের ড্রয়ের ওপর নির্ভর করছে শেষ ষোলোতে তাদের পরবর্তী প্রতিপক্ষ কারা, যা হতে পারে বায়ার লেভারকুসেন বা নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদ।
'নকআউট পর্বে পৌঁছানো মোটেও ইতিবাচক কিছু নয়, কারণ আমাদের শেষ ষোলোতে পৌঁছাতে ১০টি ম্যাচ খেলতে হয়েছে। আমরা কঠিন সময় থেকে বের হইনি, বরং কঠিন সময়ের মধ্যে প্রবেশ করছি, কারণ প্রকৃত মৌসুম এখনই শুরু হলো। এখানে থামার বা বিশ্রাম নেওয়ার কোনো সুযোগ নেই। তবে আবেগের দিক থেকে এই ম্যাচ আমাদের জন্য ভালো হয়েছে। এখন আমাদের শুধু সামনে এগিয়ে যেতে হবে,' বলেন আনচেলত্তি।
Comments