চ্যাম্পিয়ন্স লিগ

শেষ ষোলোয় রিয়াল পেল অ্যাতলেতিকোকে, লিভারপুলের প্রতিপক্ষ পিএসজি

ছবি: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ এক্স

আগেই নির্ধারিত ছিল রিয়াল মাদ্রিদের সম্ভাব্য প্রতিপক্ষ অ্যাতলেতিকো মাদ্রিদ অথবা বায়ার লেভারকুসেন। ড্রয়ে নগর প্রতিদ্বন্দ্বী অ্যাতলতিকোকে পেল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাধারীরা। ইউরোপের শীর্ষ ক্লাব আসরের শেষ ষোলোতে পরস্পরের মুখোমুখি হবে তারা।

রিয়ালের পাশাপাশি শক্ত প্রতিপক্ষ পেল লিভারপুল। পয়েন্ট তালিকার শীর্ষে থেকে প্রথম পর্ব শেষ করা লিভারপুল মোকাবিলা করবে পিএসজিকে।

শুক্রবার সুইজারল্যান্ডের নিয়নে অবস্থিত ইউরোপের সর্বোচ্চ ফুটবল নিয়ন্ত্রক সংস্থা উয়েফার সদর দপ্তরে অনুষ্ঠিত হয়েছে চ্যাম্পিয়ন্স লিগের চলতি মৌসুমের নকআউট পর্বের ড্র।

৩৬ ক্লাব নিয়ে নতুন আঙ্গিকের চ্যাম্পিয়ন্স লিগের প্রথম পর্ব শেষে আটটি দল গত জানুয়ারিতেই নিশ্চিত করেছিল সরাসরি শেষ ষোলোতে খেলা। তারা হলো লিভারপুল, বার্সেলোনা, আর্সেনাল, অ্যাতলেতিকো, ইন্টার মিলান, বায়ার লেভারকুসেন, অ্যাস্টন ভিলা ও লিল।

প্লে-অফের বাধা উতরে সম্প্রতি তাদের সঙ্গী হয় আরও আটটি ক্লাব। তারা হলো রিয়াল, বায়ার্ন মিউনিখ, পিএসজি, বরুশিয়া ডর্টমুন্ড, বেনফিকা, ফেইনুর্ড রটার্ডাম, পিএসভি আইন্দহোফেন ও ক্লাব ব্রুগে। শেষ ষোলোতে কে কার মুখোমুখি হবে তা এদিনের ড্রয়ে নির্ধারিত হয়েছে।

চলমান স্প্যানিশ লা লিগার শিরোপা নিয়ে চলছে ত্রিমুখী হাড্ডাহাড্ডি লড়াই। রিয়াল ও অ্যাতলেতিকোর পাশাপাশি বার্সেলোনা রয়েছে সেই দৌড়ে। বার্সা অবশ্য তুলনামূলক সহজ প্রতিপক্ষ পেয়েছে শেষ ষোলোতে। তারা মোকাবিলা করবে বেনফিকাকে।

জার্মান বুন্ডেসলিগার এবারের মৌসুমের পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল হলো বায়ার্ন ও লেভারকুসেন। তারা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে পরস্পররের মুখোমুখি হবে।

এছাড়া, শেষ ষোলোর প্রতিপক্ষে হিসেবে আর্সেনাল পেয়েছে পিএসভিকে, ভিলা পেয়েছে ব্রুগেকে, ইন্টার পেয়েছে ফেইনুর্ডকে এবং ডর্টমুন্ড পেয়েছে লিলকে।

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ের প্রথম লেগ আগামী ৪ ও ৫ মার্চ এবং দ্বিতীয় লেগ ১১ ও ১২ মার্চ অনুষ্ঠিত হবে। দ্বিতীয় লেগে ঘরের মাঠে খেলবে সরাসরি শেষ ষোলোতে ঠাঁই নেওয়া ক্লাবগুলো।

এবারের মৌসুমে আর কোনো ড্র অনুষ্ঠিত হবে না। শেষ ষোলোর পর কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল পেরিয়ে কারা কীভাবে ফাইনালে যাবে, তা এদিনই নির্ধারিত হয়ে গেছে। ফাইনালের আগে দুই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল ও বার্সার দেখা হওয়ার সুযোগ নেই।

শেষ ষোলোতে কে কার মুখোমুখি:

ক্লাব ব্রুগে-অ্যাস্টন ভিলা
বরুশিয়া ডর্টমুন্ড-লিল
রিয়াল মাদ্রিদ-অ্যাতলেতিকো মাদ্রিদ
বায়ার্ন মিউনিখ-বায়ার লেভারকুসেন
পিএসভি আইন্দহোফেন-আর্সেনাল
ফেইনুর্ড রটার্ডাম-ইন্টার মিলান
পিএসজি-লিভারপুল
বেনফিকা-বার্সেলোনা।

Comments

The Daily Star  | English

JnU second campus: Project stalled amid bureaucratic hurdles

The construction of Jagannath University’s long-awaited second campus in Keraniganj has stalled due to bureaucratic delays.

2h ago