মায়ামির জয়ে মেসির গোল

গত সপ্তাহে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপে একমাত্র গোল করে দলকে জিতিয়েছিলেন লিওনেল মেসি। এই আর্জেন্টাইন মহাতারকা ফিরতি লেগেও দলের বড় জয়ে পেলেন গোল।
মঙ্গলবার রাতে কনকাস সিটি এফসিকে ৩-১ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। দুই লেগ মিলিয়ে ৪-১ অগ্রগামীতায় পরের পর্বে পা দিয়েছে মায়ামি।
মেসির প্রাক্তন বার্সেলোনা সতীর্থ লুইস সুয়ারেস ১৯ মিনিটে দারুণ এক পাস দেন। তা ধরে বা পায়ের শটে বল জালে জড়ান তিনি।
১৯ মিনিটে মেসির গোলে এগিয়ে যাওয়া দল প্রথমার্ধেই ব্যবধান তিনগুণ করে ফেলে। ৪৫ মিনিটে গোল পান টাডেও আলেন্দে। খানিক পর প্রথমার্ধের যোগ করা সময়ে গোল করেন সুয়ারেস। বিরতির পর স্পোর্টিং কনকাস এক গোল শোধ দিলেও তাতে ম্যাচের ফলে কোন ভূমিকা রাখেনি।
মায়ামি পরের রাউন্ডে ক্যারিবিয়ান কাপ চ্যাম্পিয়ন জ্যামাইকান ক্লাব ক্যাভালিয়ারের মুখোমুখি হবে, যার প্রথম লেগে মার্চের প্রথম সপ্তাহে ফ্লোরিডায় খেলা হবে।
Comments