‘অসাধারণ’ এন্দ্রিককে আকাশ ছুঁতে দেখছেন মুগ্ধ আনচেলত্তি

ব্রাজিলিয়ান তরুণ ফরোয়ার্ড এন্দ্রিক রিয়াল মাদ্রিদের জার্সিতে বড় ম্যাচগুলোতে এখনো নিয়মিত না। তবে যখনই কোন ম্যাচে তিনি সুযোগ পান দেখান ঝলক। কোপা দেল রের সেমি-ফাইনালের প্রথম লেগে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ১-০ গোলের জয়ে দারুণ নৈপুণ্য দেখান তিনি। এরপর তার উচ্চ প্রশংসায় মেতেছেন কোচ কার্লো আনচেলত্তি। রিয়াল কোচের মতে অসাধারণ এন্দ্রিকের সাফল্যের সীমানা আকাশ।
১৮ বছর বয়সী এই ব্রাজিলিয়ান স্ট্রাইকারের করা একমাত্র গোলে প্রতিপক্ষের মাঠে জয় পায় রিয়াল। গোল পাওয়ার পাশাপাশি তার আরেকটি দুর্দান্ত শট পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়। এটা দেখেই অভিভূত আনচেলত্তি বলেন, 'ওর দক্ষতা অভাবনীয়। যখনই সুযোগ পায়, নিজের চমকপ্রদ বৈশিষ্ট্যগুলো মেলে ধরে। নিখুঁত নিশানা, বিদ্যুৎগতি, আর বল পায়ে আরও উন্নতির সম্ভাবনা তো আছেই।'
'তার ড্রিবলিং, তার দৌড়... তার শট...বাহ, পোস্টের বাইরে সেই দুর্দান্ত স্ট্রাইক দিয়ে সে সহজেই দ্বিতীয় গোলও করতে পারত... সে অসাধারণ। খুব অল্প বয়সী, কিন্তু খুব দ্রুত শিখতে পারে।' রিয়াল কোচের মতে, এন্দ্রিকের সাফল্যের সীমানা আকাশ স্পর্শ করবে।
কোপা দেলরেতে সেরা একাদশে একাধিক বদল এনে দল নামান আনচেলত্তি। অদল-বদলের পরও রিয়াল যেভাবে খেলেছে তাতে তিনি খুশি। আনচেলত্তির মতে রিয়াল মৌসুমের শুরু থেকে তাদের সেরা ফর্মে রয়েছে, তার দল এখনও প্রথম কোপা দেল রে, লা লিগা এবং চ্যাম্পিয়ন্স লিগ ট্রেবলের জন্য জেতার সম্ভাবনা জিইয়ে রেখেছে, 'আমরা একটি ভালো মুহূর্ত কাটাচ্ছি। আজ আমরা দল পরিবর্তন করেছি, কিন্তু আমরা দৃঢ় ছিলাম, আমরা কম্প্যাক্ট ছিলাম এবং রক্ষণাত্মকভাবে খুব ভালো খেলা খেলেছি সংহতি নিয়ে। দল পরিবর্তনের পরেও আমরা সত্যিই ভালো করেছি।'
ফিরতি লেগ নিজেদের মাঠে হওয়ায় রিয়াল বেশ স্বস্তিতে আছে বলেও মনে করেন এই কোচ।
Comments