সাফের সাধারণ সম্পাদক পদ থেকে সরে গেলেন হেলাল

Anwarul Haque Helal

সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) দীর্ঘদিনের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল পদত্যাগ করেছেন। নতুন এক বছরের মেয়াদ শুরুর দুই মাসের মধ্যেই পদত্যাগপত্র জমা দিলেন তিনি।

পদত্যাগ মার্চ মাসের শেষ থেকে কার্যকর হবে বলে দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন প্রবীণ এই ক্রীড়া সংগঠক।

হেলাল বলেন, 'আমি ২৮ ফেব্রুয়ারি আমার পদত্যাগপত্র জমা দিয়েছি এবং এই মাসের শেষ পর্যন্ত কাজ করব।' চিঠিতে পদত্যাগের জন্য ব্যক্তিগত কারণ উল্লেখ করেছেন হেলাল।

এই ব্যাপারে সাফ সভাপতি কাজী সালাউদ্দিনও কথা বলতে চাননি, শুধু বলেছেন  আগামী মাসগুলোতে নির্ধারিত প্রতিযোগিতাগুলো নির্ধারিত সময়সূচী অনুযায়ী চলবে, কারণ 'একজন মানুষের জন্য বিশ্ব থেমে থাকে না।'

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে), যেখানে সাফের সচিবালয় অবস্থিত ছিল, এবং সাফের ভেতরের সূত্রগুলো জানিয়েছে, এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) সাফে তাদের নিজস্ব লোক চায়। এটি আঞ্চলিক ফেডারেশনগুলোর ওপর মহাদেশীয় ফুটবল সংস্থার এখতিয়ার এবং পর্যবেক্ষণ জোরদার করার অংশ।

কেবল ফুটবলে নয়, ক্রীড়া সংগঠক হিসেবে একজন অভিজ্ঞ ব্যক্তি হেলাল ২০১৫ সাল থেকে দক্ষিণ এশীয় ফুটবল সংস্থার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন, প্রতি বছরই তার চুক্তি নবায়ন করা হতো, যা সর্বশেষ এই বছরের জানুয়ারিতে করা হয়েছিল।

Comments

The Daily Star  | English
Curfew in Gopalganj after clash

Curfew in Gopalganj after 4 die in clash

The curfew will be in effect until 6:00pm tomorrow

4h ago