বার্সেলোনায় গার্দিওলার রেকর্ড ভাঙতে পারবেন ফ্লিক?

লিওনেল মেসি বার্সেলোনা ছাড়ার পর থেকেই ধুঁকছে বার্সেলোনা। মাঝে এক মৌসুমে লিগ শিরোপা জিতলেও স্বরূপে দেখা যায়নি ক্লাবটিকে। তবে চলতি মৌসুমে হ্যান্সি ফ্লিকের অধীনে যেন ফিরেছে সেই পুরনো বার্সেলোনা। সাম্প্রতিক সময়ে তো একের পর এক দাপুটে পারফরম্যান্সে বড় জয় তুলে নিচ্ছে দলটি।

এরমধ্যেই লা লিগায় শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে কাতালানরা। টিকে আছে কোপা দেল রে ও চ্যাম্পিয়ন্স লিগেও। এই সপ্তাহে তারা ৮টি গোল করেছে—কোপা দেল রেতে অ্যাতলেতিকোর বিপক্ষে চার গোল করে ড্র নিশ্চিত করার পর লা লিগায় রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ফের চার গোল করে জয় পেয়েছে।

সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত বার্সা ৪০টি অফিসিয়াল ম্যাচে ১২৪টি গোল করেছে। গড়ে প্রতি ম্যাচে গোল ৩টিরও বেশি। সাম্প্রতিক দশকগুলোতে এই গোল করার হার একেবারেই অনন্য। যা ইতোমধ্যেই মেসির শেষ বছরে ক্লাবের হয়ে করা ১২২ গোলকে ছাড়িয়ে গেছে।

এই মৌসুমে বার্সার একের পর এক বড় জয় এখন চোখে পড়ার মতো। জিরোনা, বায়ার্ন, রিয়াল মাদ্রিদ, বারবাস্ত্রো, সেভিয়া, অ্যাতলেতিকো ও রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে চারটি করে গোল দিয়েছে। পাঁচ গোল দিয়েছে -ভিয়ারিয়াল, ইয়াং বয়েজ, সেভিয়া, রেড স্টার, মায়োর্কা, রিয়াল মাদ্রিদ, বেতিস, বেনফিকা ও ভ্যালেন্সিয়ার বিপক্ষে। রিয়াল ভায়াদোলিদ ও ভ্যালেন্সিয়ার বিপক্ষে তো সাত গোল দিতে পেরেছে।

তবে পেপ গার্দিওলার রেকর্ড ভাঙতে হলে ফ্লিকের দলকে এখনো অনেক পরিশ্রম করতে হবে। ২০১১-১২ মৌসুমে গার্দিওলার অধীনে ১৯০ গোল করে বার্সেলোনা। তাদের সামনে রয়েছে লা লিগার ১২টি ম্যাচ বাকি, সঙ্গে অন্তত একটি কোপা দেল রে ম্যাচ এবং বেনফিকার বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের দুই লেগের নকআউট পর্ব।

এদিকে ইউরোপিয়ান গোল্ডেন বুট দৌড়েও ভালোভাবে টিকে আছেন রবার্ট লেভানদোভস্কি। রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে গোল করে পোলিশ স্ট্রাইকার গোল্ডেন বুট দৌড়ে দ্বিতীয় স্থানে ফিরেছেন। ২৮ ম্যাচে করেছেন ২১ গোল। তবে এখনও লিভারপুল তারকা মোহামেদ সালাহ সামান্য ব্যবধানে শীর্ষে রয়েছেন। প্রিমিয়ার লিগে সমান ম্যাচে এই মিশরীয় তারকার গোল ২৫টি।

Comments

The Daily Star  | English

Govt condemns attack on Nur

Reaffirms its commitment to holding the national election in the first half of February 2026

1h ago