কালো টাকায় খেলোয়াড় কিনতে চেয়েছিল বার্সা!

খেলোয়াড় কেনার ক্ষেত্রে তথ্য লুকানোর বেশ কিছু অভিযোগই রয়েছে বার্সেলোনার বিরুদ্ধে। যদিও তার কোনো প্রমাণ মিলেনি। এবার নতুন করে অভিযোগ করেছেন স্পেনের সাবেক ফরোয়ার্ড গুায়ের বেতানকোর। তাকে কাতালানরা কালো টাকায় কিনতে চেয়েছিলো বলে জানান তিনি। 

লাস পালমাস ইয়ুথ একাডেমির প্রতিভাবান এক ফুটবলার, এক সময় খেলেছেন স্পেনের জাতীয় দলের হয়ে খেলেছেন। সম্প্রতি কিউরিয়াস ইউটিউব চ্যানেলে একটি সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে তিনি 'এলিট খেলাধুলার পরবর্তী জীবন" নিয়ে কথা বলেছেন।

লাস পালমাস, ভিয়ারিয়াল, সেল্টা ভিগো, নুমানসিয়া ও লুগোর হয়ে খেলা এই সাবেক ফুটবলার জানান, 'আমি দু'বার বার্সেলোনার হয়ে চুক্তিবদ্ধ হওয়ার একদম দ্বারপ্রান্তে ছিলাম।' তবে বার্সেলোনার দেওয়া অদ্ভুত প্রস্তাবের কারণে শেষ পর্যন্ত আর যাওয়া হয়নি ক্লাবটিতে।

গুায়ের তার অভিজ্ঞতা স্মরণ করে বলেন, 'আমি যখন ২০ বছর বয়সী, তখন লাস পালমাসের হয়ে খেলছিলাম। একদিন আমি চুপচাপ প্লেনে চড়ে বার্সেলোনায় যাই, কেউ কিছুই জানতো না... সেখানে গিয়ে কার্লেস রেক্সাচের (তৎকালীন স্পোর্টিং ডিরেক্টর) সঙ্গে খেতে বসি। তিনি আমাকে বলেন, "আমরা তোমাকে টেবিলের নিচ দিয়ে টাকা দেব, তুমি তো গরিব পরিবারের ছেলে।"'

'আমাকে বলা হয়েছিল লাস পালমাসে অনুশীলন চালিয়ে যেতে, এবং পরে আমাকে কালো টাকায় পারিশ্রমিক দেওয়া হবে। কালো টাকা? একদম সরাসরি! আমি অবাক হয়ে গিয়েছিলাম। বছর শেষ হলে ভিয়ারিয়াল আমার জন্য ৬ মিলিয়ন ইউরো পরিশোধ করেছিল,' যোগ করেন এই সাবেক ফুটবলার।

ভিয়ারিয়ালে থাকাকালীন পাঁচ মৌসুমে ১৮১টি ম্যাচ খেলে ২৫টি গোল করেন এই কানারিয়ান স্ট্রাইকার। স্পেনের জাতীয় দলের হয়ে ম্যাচ খেলেছেন একটি। ২০০৫ সালে সান মারিনোর বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বে ৫-০ গোলের বিশাল ব্যবধানে জয়ের ম্যাচে ১৭ মিনিট মাঠে ছিলেন তিনি।

Comments

The Daily Star  | English

Pope Francis dies at 88

He had recently survived a serious bout of double pneumonia.

21m ago