কোর্তোয়ার দাবি সত্য নয়, জানালেন রেফারি

অ্যাতলেতিকো মাদ্রিদ এবং রিয়াল মাদ্রিদের মধ্যে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো পর্বের পেনাল্টি শুটআউটে হুলিয়ান আলভারেজের বাতিল হওয়া গোল বিশ্বব্যাপী বিতর্কের সৃষ্টি করেছে। স্পেনসহ সারা বিশ্বে মানুষ এই ঘটনায় হতবাক। টাই-ব্রেকারে ভিএআরের হস্তক্ষেপ এই প্রথমবার দেখেছে ফুটবল বিশ্ব।
শট নেওয়ার আগে শরীরের ভারসাম্য রক্ষা করতে পারেননি আলভারেজ। তাতে বলে দুই বার পা লাগে তার। যদিও এ নিয়ে বিতর্কের শেষ নেই। তবে বিষয়টি রেফারির নজরে রিয়াল গোলরক্ষক থিবো কোর্তোয়াই এনেছিলেন বলে দাবি করেছিলেন। তার এই দাবি সত্যি নয় বলেই জানিয়েছেন সেই ম্যাচের রেফারি শিমন মারচিনিয়াক।
বুধবার রাতে ওয়ান্দা মেত্রোপলিতনে অ্যাতলেতিকো মাদ্রিদকে টাই-ব্রেকারে ৪-২ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে রিয়াল মাদ্রিদ। ম্যাচ শেষে রিয়াল গোলরক্ষক বলেছিলেন, 'সবকিছু খুব দ্রুত হয়েছে, তবে আমি বুঝতে পেরেছিলাম সবকিছু। বুঝতে পেরেছিলাম কিছু একটা গোলমাল হয়েছে, এজন্যই রেফারিকে গিয়ে বলি। তারা পরে ফুটেজ দেখে নিশ্চিত হয়েছেন।'
তবে আগের দিন এ বিষয়ে কিছু বিষয় পরিষ্কার করতে তিনি 'উইন উইন' ওয়েবসাইটে কথা বলেছেন সেই রেফারি। সেখানেই তিনি জানান কোনো রিয়াল মাদ্রিদ খেলোয়াড় তাকে এই বিষয়ে কিছু জানাননি, যদিও কোর্তোয়ার দাবি ছিল যে তিনিই বিষয়টি জানিয়েছিলেন রেফারিকে।
তবে, মারচিনিয়াক স্পষ্ট করে বলেন, 'এটি সম্পূর্ণ ভুল তথ্য। আমিই ভিএআর রেফারিদের জানাই যে আলভারেজের ডাবল টাচ হওয়ার ৯৯ শতাংশ সম্ভাবনা রয়েছে, এবং তারা সেটি গভীরভাবে পর্যালোচনা করে।'
এটি এমন এক বিতর্ক যা নিজেই সরাসরি অনুভব করেছেন মারচিনিয়াক, 'সত্যি বলতে, আমার রেফারিং ক্যারিয়ারে আমি কখনও এ ধরনের পরিস্থিতির মুখোমুখি হইনি, তবে খেলোয়াড়রা নিয়ম জানে।'
তবে অ্যাতলেতিকো কিছুটা অবিশ্বাসের সঙ্গেই পুরো ঘটনাটি দেখছে। প্রথমত, ভিএআর প্রোটোকল সাধারণত যেভাবে ম্যাচে কার্যকর হয়, তা এখানে অনুসরণ করা হয়নি। দ্বিতীয়ত, কোনো ক্যামেরা ফুটেজেই দেখা যায়নি যে আলভারেজ প্রথমে তার বাঁ পায়ে বল স্পর্শ করেন এবং পরে ডান পায়ে সেটি আঘাত করেন।'
Comments