শ্রদ্ধা জানিয়ে নীরবতা পালনের পর জানা গেল খেলোয়াড় মৃত নন!

বুলগেরিয়ার শীর্ষ-স্থানীয় ক্লাব আর্দা কারজালি খবর পেয়েছিলো তাদের সাবেক খেলোয়াড় পেতকো গানচেভ মারা গেছেন। একটি ম্যাচের আগে এমন খবর পাওয়ার পর তারা খেলা শুরুর আগে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করে গানচেভকে শ্রদ্ধা নিবেদন করে। কিন্তু পরে জানা যায় সেই খেলোয়াড় আসলে মারা যাননি।
আর্দা কারজালির পরিচালনা পর্ষদ ভুল তথ্যে এমন শোক প্রকাশ করার পর ক্ষমা চেয়েছে।
রবিবার লেভস্কি সোফিয়ার বিপক্ষে ম্যাচের আগে গানচেভের জন্য এক মিনিটের নীরবতা পালন করা হয়েছিল, কিন্তু পরে জানা যায় তিনি জীবিত আছেন।
লিগ ম্যাচ শুরুর আগে উভয় দল গানচেভের প্রতি সম্মান জানিয়ে মধ্যবৃত্তের কাছে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে মাথা নত করে। তবে, খেলা শেষ হওয়ার আগেই আর্দা তাদের ফেসবুক পেজে পোস্ট করে জানায়, তারা গানচেভের মৃত্যু সম্পর্কে ভুল তথ্য পেয়েছে। ক্লাবটি লিখেছে, 'পিএফসি আর্দার পরিচালনা পর্ষদ সাবেক আর্দা খেলোয়াড় পেতকো গানচেভ এবং তার আত্মীয়দের কাছে তার মৃত্যু সম্পর্কে ভুল তথ্য পাওয়ার জন্য আন্তরিকভাবে ক্ষমা চাইছে।'
'আমরা পেতকো গানচেভের সুস্বাস্থ্য এবং আর্দার সাফল্য উপভোগ করার জন্য আরও অনেক বছর কামনা করি।' আলোচিত ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।
Comments