'বল পেলাম, শট নিলাম, ভাগ্যক্রমে জড়িয়ে গেল জালে'

ডি-বক্সের বাইরে হুলিয়ান আলভারেজের কাছ থেকে বল পেয়ে বুলেট গতির শট নিলেন থিয়াগো আলমাদা। যা জড়িয়ে গেল জালে। এটা যেন ঠিক বিশ্বাস করতে পারছিলেন না গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। তবে গোলটি নিছক ভাগ্য জোরেই পেয়েছেন বলে মনে করেন আলমাদা।

সবমিলিয়ে লিওনেল মেসির জায়গায় ১০ নম্বর পজিশনে শুরুর একাদশের সুযোগটি পুরোপুরি কাজে লাগিয়েছেন এই তরুণ। তার দুর্দান্ত গোলেই উরুগুয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ জয় পেয়েছে আর্জেন্টিনা। তাতে ২০২৬ বিশ্বকাপের টিকিট অনেকটাই হাতের মুঠোয় চলে এসেছে আলবিসেলেস্তাদের কাছে।

প্রথমার্ধের প্রাণহীন ফুটবলের পর দ্বিতীয়ার্ধে কিছুটা গোছানো ফুটবল খেলে আর্জেন্টিনা। ম্যাচের ৬৮তম আলভারেজের পাস থেকে বক্সের বাঁ প্রান্তে বল যান আলমাদা। তারপর নিজেকে সামলে অলিম্পিক লিওর এই মিডফিল্ডার ডান পায়ের এক অসাধারণ শটে সার্জিও রোশেতের হাত ফাঁকি দিয়ে বল জড়ান জালের উপরের ডান কোণে।

ভেলেজ থেকে উঠে আসা এই খেলোয়াড়ের গোল শুধু ম্যাচে আর্জেন্টিনাকে এগিয়ে দেয়নি, বরং এটি ছিল আর্জেন্টিনা জাতীয় দলের ইতিহাসে ২০০০তম গোল, যা একটি নতুন রেকর্ড। আর আলমাদার দ্বিতীয়। গত অক্টোবর মাসে বলিভিয়ার বিপক্ষে ৬-০ গোলের জয়ে একটি গোল করেছিলেন এই তরুণ।

ম্যাচের পর আলমাদা টিওয়াইসি স্পোর্টসের সঙ্গে কথা বলেন আলমাদা। শুরুর একাদশে থাকার অনুভূতি ও জয়ের গুরুত্ব সম্পর্কে বলেন, 'সত্যি বলতে, আমি একটু নার্ভাস ছিলাম। আমি খেলতে চেয়েছিলাম, দেখাতে চেয়েছিলাম কেন আমি দলে ডাক পেয়েছি, ভালো কিছু করার জন্য।'

'আজ সবকিছু দারুণ ছিল, আমরা অনেক চেষ্টা করেছি। এটা ছিল খুব কঠিন ম্যাচ, তবে উরুগুয়েতে এসে জয় পাওয়া সত্যিই অসাধারণ।' তার জয়সূচক গোল সম্পর্কে তিনি সংক্ষিপ্তভাবে বলেন, 'আমি বল পেলাম, শট নিলাম, আর ভাগ্যক্রমে সেটা জড়িয়ে গেল জালে!'

Comments

The Daily Star  | English

Supernumerary promotion: Civil bureaucracy burdened with top-tier posts

The civil administration appears to be weighed down by excessive appointments of top-tier officials beyond sanctioned posts, a contentious practice known as supernumerary promotion.

8h ago