নেশন্স লিগ

পেনাল্টি মিসের পর রোনালদোর গোল, জার্মানি-ফ্রান্স-স্পেনের রোমাঞ্চকর জয়

ইউরোপিয়ান্স নেশন্স লিগের সেমিফাইনালে উঠেছে ক্রিস্তিয়ানো রোনালদোর পর্তুগাল, এদিকে টাইব্রেকারে সেমি নিশ্চিত করেছে কিলিয়ান এমবাপের ফ্রান্স, স্পেন ও জার্মানি। সবগুলো ম্যাচই হয়েছে ঘটনাবহুল।

ডেনমার্কের বিপক্ষে প্রথম লেগে ১-০ ব্যবধানে হেরেছিল পর্তুগাল। সেমিফাইনালে উঠার লড়াইয়ে দ্বিতীয় লেগে তাই কঠিন চ্যালেঞ্জ ছিলো তাদের। সেই চ্যালেঞ্জে নেমে শুরুতেই আসতে পারত গোল। প্রতিপক্ষের ডিফেন্ডার বক্সের ভেতর রোনালদোকে ফাউল করলে পেনাল্টি পায় পর্তুগাল। তা থেকে কেসপার স্মাইকেলকে পরাস্ত করতে ব্যর্থ হন রোনালদো।

অবশ্য গোল পেতে দেরি হয়নি তাদের। ৩৮ মিনিটে কর্নার থেকে আত্মঘাতী গোলে এগিয়ে যায় পর্তুগাল। ৫৬ মিনিটে রামোস ক্রিস্টিয়ানসেনের গোলে খেলায় সমতার পাশাপাশি দুই লেগ মিলিয়ে এগিয়ে যায় ডেনমার্ক। এবার রোনালদো গা ঝাড়া দিয়ে পান গোল।

ব্রুনো ফার্নান্দেজের শট স্মাইকেল ফিরিয়ে দেওয়ার পর ফিরতে শটে কোনাকোনিভাবে বল জালে জড়ান পর্তুগিজ তারকা। খানিক পর ক্রিস্টিয়ান এরিকসন আবার গোল করে ডেনমার্ককে সমতায় আনেন। তবে এরপর টানা তিন গোল করে পর্তুগাল ৫-৩ অগ্রগামীতায় নিশ্চিত করে সেমি। পর্তুগালের বাকি তিন গোল করেছেন ফ্রান্সিসকো ত্রিনকাও ও গনজালো রামোস।

নেশন্স লিগের বাকি তিন ম্যাচও হয়েছে জমজমাট। প্রথম লেগের পর দ্বিতীয় লেগও সমতায় শেষ হয় স্পেন-নেদারল্যান্ডের। পরে টাইব্রেকারে জিতে যায় স্পেন। এদিন মিকেল ওর্বাহাল ও লামিন ইয়ামাল গোল করেন স্পেনের হয়েছে। ডাচদের তিন গোল আসে মেমফিস ডিপাই, ইয়ান মাতেসেন ও জাভি সিমন্সের কাছ থেকে।

ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রথম লেগে হেরে বিপদে ছিলো ফ্রান্স। দ্বিতীয় লেগে তারা দেখায় ঝলক। মিচেল ওলিসি ও ওসমান দেম্বেলের গোলে ২-০ গোলে মূল ম্যাচ জিতে খেলা টাইব্রেকারে নিয়ে যায় তারা। সেখানে ফ্রান্স জয় পায় ৫-৪ গোলে।

ইতালির বিপক্ষে প্রথম লেগের পর দ্বিতীয় লেগও জার্মানির হয় ড্র, পরে অতিরিক্ত সময় পার করে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে জার্মানির বাজিমাত।

মূল ম্যাচে দুই দল ছিলো ৩-৩ সমতায়, জার্মানির হয়ে গোল পান জশুয়া কিমিস, জামাল মুসিয়ালা, টিম ক্লেনডেইন্টস। ইতালির হয়ে বল জালে জড়ান মুজি কেইন, জিয়ামকো রাসপোদরি।

আগামী জুনে নেশন্স লিগের সেমিতে জার্মানি লড়বে পর্তুগালের বিপক্ষে। স্পেনের প্রতিপক্ষ হচ্ছে ফ্রান্স।

Comments

The Daily Star  | English

Project stalled amid bureaucratic hurdles

The construction of Jagannath University’s long-awaited second campus in Keraniganj has stalled due to bureaucratic delays.

1h ago