ব্রাজিলের বিপক্ষে নামার আগে সুসংবাদ পেল আর্জেন্টিনা

ছবি: এএফপি

ব্রাজিলের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচে নামার আগে দারুণ সুসংবাদ পেল আর্জেন্টিনা। চোট থেকে পুরোপুরি সেরে উঠেছেন মিডফিল্ডার রদ্রিগো দি পল। তাই অ্যাতলেতিকো মাদ্রিদ তারকাকে নিয়ে একাদশ সাজাতে যাচ্ছেন বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের কোচ লিওনেল স্কালোনি।

আগামীকাল বুধবার বাংলাদেশ সময় সকাল ছয়টায় ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের দক্ষিণ আমেরিকা অঞ্চলের ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ব্রাজিল। ম্যাচটির ভেন্যু আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স এইরেসের বিখ্যাত এল মনুমেন্তাল স্টেডিয়াম। এই মাঠের দর্শক ধারণক্ষমতা ৮৬ হাজার জনের বেশি।

চলতি মাসে বাছাইয়ের দুটি ম্যাচের আগেরটিতে উরুগুয়ের বিপক্ষে দি পলকে পায়নি আর্জেন্টিনা। পাশাপাশি চোটের কারণে ছিলেন না অধিনায়ক লিওনেল মেসি, লাউতারো মার্তিনেজ ও পাওলো দিবালার মতো তারকারা। তাদেরকে ছাড়াই প্রতিপক্ষের মাঠে গত সপ্তাহে ১-০ গোলের জয় তুলে নেয় আলবিসেলেস্তেরা। এবার তাদের জন্য স্বস্তির খবর, সেরে উঠে মাঠে ফিরতে তৈরি দি পল।

চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে নামার আগে সংবাদ সম্মেলনে স্কালোনি বলেছেন, দি পল ফেরার পাশাপাশি একাদশে আসতে পারে আরও পরিবর্তন, 'আমি এখনই শুরুর একাদশ নিশ্চিত করতে যাচ্ছি না। রদ্রিগোকে (দি পল) নিয়ে আগের ম্যাচের মতোই হবে এটি। তারপরও আমরা দেখব যে অন্য কোনো পরিবর্তন করার আছে কিনা।'

উরুগুয়ের বিপক্ষে আগের ম্যাচে আর্জেন্টিনার মিডফিল্ডে ছিলেন লেয়ান্দ্রো পারেদেস, এঞ্জো ফার্নান্দেজ ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্তার। দি পল ফিরলে তাদের একজনকে মূল একাদশ থেকে বাদ পড়তে হবে। আর্জেন্টাইন গণমাধ্যমের খবর অনুযায়ী, জায়গা ছাড়তে হতে পারে পারেদেসকে।

১৩ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয়ের পয়েন্ট তালিকায় শীর্ষে আছে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। রেকর্ড পাঁচবারের বিশ্বকাপজয়ী ব্রাজিলের অবস্থান তিন নম্বরে। তাদের পয়েন্ট সমান ম্যাচে ২১। আসন্ন দ্বৈরথে অন্তত ড্র করতে পারলেই আর্জেন্টিনা নাম লেখাবে ২০২৬ সালে অনুষ্ঠেয় বিশ্বকাপের পরবর্তী আসরে।

Comments

The Daily Star  | English

Why landscape-based knowledge is critical for Bangladesh

How will we build the country without landscaping knowledge?

14h ago