আক্রমণাত্মক দর্শন বাস্তবায়ন করার তৃপ্তি বার্সা কোচের

দুর্দান্ত ফুটবলে একের পর এক জয় অব্যাহত রেখেছে বার্সেলোনা। রোববার রাতে জিরোনাকে উড়িয়ে স্প্যানিশ লা লিগায় শীর্ষস্থান পোক্ত করেছে হেনসি ফ্লিকের দল। বড় এই জয়ের পর অতি আগ্রাসী ফুটবল খেলার দর্শন ছিলো তাদের, মাঠে তার বাস্তবায়ন করতে পেরে আলাদা তৃপ্তি পাচ্ছেন তিনি।
রোববার ঘরের মাঠে প্রতিপক্ষকে ৪-১ গোলে বিধ্বস্ত করে বার্সা। যাতে জোড়া গোল করেন পোলিশ ফরোয়ার্ড রবার্ট লেভানদোভস্কি। গোল পান ফেরান তরেস। আরেক গোল আসে আত্মঘাতী থেকে।
এই জয়ে ২৯ ম্যাচ খেলে ৬৬ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সা। সমান ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে রিয়াল মাদ্রিদ।
বড় এই জয়ের পর সংবাদ মাধ্যমকে ফ্লিক বলেন, 'এটি (ফল) আমাদের চিন্তাকে প্রতিফলিত করে, আমরা আক্রমণ করতে চাই। আমরা সুযোগ তৈরি করতে চাই - ক্রমাগত সুযোগ তৈরি করতে চাই।'
'এই দলের ব্যাপারে আমার এটাই ভালো লাগে, এটাই আমরা সবসময় চাই... তারা সবসময় গোল করতে চায়।'
ফ্লিক বলেন তার দলের আক্রমণভাগের খেলোয়াড় ছাড়াও সুযোগ তৈরির চেষ্টায় থাকেন অন্য সবাই, 'যখন আপনি আমাদের পাল্টা আক্রমণ দেখেন, আমি শুধু স্ট্রাইকার বা আক্রমণাত্মক মিডফিল্ডারকেই দেখিনি, এমনকি (সেন্ট্রাল মিডফিল্ডার) ফ্রাঙ্কি ডি জংও খুব দ্রুত দৌড়াচ্ছিল।'
বার্সেলোনা যত সুযোগ তৈরি করছে স্কোরলাইন হতে পারত আরও বড়। অনেকগুলো বল আটকে দেন জিরোনার গোলরক্ষক পাওলো গাজ্জানিগা। তিনি প্রথমার্ধে বেশ কয়েকটি সেভ করেন।
বার্সা কোচ বলেন, 'আমার মনে হয় প্রথমার্ধ খুবই ভালো ছিল। হয়তো আমরা আরও এক বা দুটি গোল করার সুযোগ হাতছাড়া করেছি, তবে আমাদের স্বীকার করতে হবে যে জিরোনা খুব ভালো ডিফেন্স করে। তারা কীভাবে বল ধরে রাখতে হয় জানে, বল পজিশনে তারা চমৎকার।'
৪৩ মিনিটে আত্মঘাতী গোলে এগিয়ে যায় বার্সা, ৫৩ মিনিটে সেই গোল শোধ দিয়ে দেয় জিরোনা। এই সমতা থেকে বার্সাকে এগিয়ে নেন লেভা। ৩৬ বছর বয়সী এই খেলোয়াড় বার্সেলোনার জয় নিশ্চিত করতে দুটি গোল করেন। পোলিশ এই স্ট্রাইকার লা লিগার স্কোরিং চার্টের শীর্ষে তার গোল সংখ্যা ২৫-এ উন্নীত করেছেন
ফ্লিকও প্রশংসায় মাতলেন তার, 'আমি জানি লেভানডোভস্কি পিচিচি (সর্বোচ্চ গোলদাতার পুরস্কার) জিততে চায়। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হল দলের জয়। মৌসুমের শুরুতে, আমি তাকে আমার পূর্ণ ভরসা দিয়েছিলাম।'
'লেভানডোভস্কি এই মৌসুমে গুরুত্বপূর্ণ গোল করে চলেছে। আমি ব্যক্তিগত খেলোয়াড়দের সম্পর্কে কথা বলতে পছন্দ করি না, তবে সে একজন বিশেষ খেলোয়াড়। ফেরান (টরেস)-এর জন্যও আমি খুব খুশি, এটি একটি খুব গুরুত্বপূর্ণ গোল ছিল।'
আর মাত্র ৯ ম্যাচ বাকি। মে মাসে রিয়ালের সঙ্গে ঘরের মাঠে লড়াইয়েই হয়ত মীমাংসা হয়ে যাবে। তবে বার্সা কোচ আপাতত অত দূর ভাবতে চান না।
Comments