কোথায় কাটছে হামজা-জামালদের ঈদ?

hamza choudhury and jamal bhuyan

ভারতের বিপক্ষে খেলে দেশে আসার পর পরই হামজা চৌধুরী চলে যান ইংল্যান্ডে। সেখানে গিয়ে এরমধ্যে শেফিল্ড ইউনাইটেডের হয়ে ম্যাচও খেলে ফেলেছেন তিনি। ঈদও পালন করছেন সেখানে। আরেক প্রবাসী ফুটবলার জামাল ছুটি কাটাতে চলে গেছেন ডেনমার্ক। এই দুজন দেশবাসীকে জানিয়েছেন ঈদের শুভেচ্ছা।

শেফিল্ড ইউনাইটেড তারকা হামজা বাংলাদেশের জার্সিতে এক ম্যাচ মাতানোর পর এখন বিপুল জনপ্রিয়তা পেয়েছেন। আগামী জুনে তিনি ফিফা উইন্ডোতে লাল-সবুজ জার্সিয়ে গায়ে দিবেন আবার। এবার ঈদ শুভেচ্ছায় জামাল বলেন, 'সবাইকে আমার ও আমার পরিবারের পক্ষ থেকে ঈদ মোবারক। আশা করছি খুব সুন্দর সময় কাটবে। শিগগিরই আবার দেখা হবে।'

হামজা আছেন ব্যস্ততম সূচির মধ্যে। আগামী শনিবার অক্সফোর্ড ইউনাইটেডের বিপক্ষে খেলবে তার দল।

এদিকে নিয়মিত অধিনায়ক হলেও শিলংয়ে ভারতের বিপক্ষে ম্যাচে একাদশে সুযোগ পাননি জামাল। এই ডিফেন্সিভ মিডফিল্ডার বর্তমানে ছুটিতে আছেন ডেনমার্কে। সেখান পরিবারের সঙ্গে সময় কাটানোর ফাঁকে শুভেচ্ছা বার্তা দেন, 'সবাইকে ঈদ মোবারক, আশা করি সবাই পরিবারের সঙ্গে আনন্দ করছেন। সবাই ভালো থাকুক। আল্লাহ হাফেজ।'

আগামী ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে ঘরের মাঠে লড়বে বাংলাদেশ ফুটবল দল।

Comments

The Daily Star  | English

Govt cuts interest rates on savings tools

Finance ministry lowers rates on four key savings instruments

3h ago