ফার্নান্দেজ 'কোথাও যাচ্ছেন না', বললেন আমোরি

ফুটবল পাড়ায় জোর গুঞ্জন ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ছেন অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজ। তবে সেই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন প্রধান কোচ রুবেন আমোরি। এই কোচ সাফ জানিয়ে দিলেন, এই গ্রীষ্মে দল ছাড়তে দেওয়া হবে না ফার্নান্দেজকে।

৩০ বছর বয়সী এই পর্তুগিজ মিডফিল্ডারের সঙ্গে গত আগস্টেই ২০২৭ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করেছিল ইউনাইটেড। চলতি মৌসুমে তিনি দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে নিজেকে প্রমাণ করেছেন।

সাম্প্রতিক সময়ে রিয়াল মাদ্রিদে তার সম্ভাব্য যোগদান নিয়ে গুঞ্জন ছড়ায়। তবে সেই সম্ভাবনা উড়িয়ে দিয়ে মঙ্গলবার নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে প্রিমিয়ার লিগের ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আমোরি বলেন, 'না, এটি ঘটবে না।'

কীভাবে তিনি এতটা নিশ্চিত? জবাবে এই সাবেক স্পোর্টিং কোচ হেসে বলেন, 'কারণ আমি তাকে আগেই বলে দিয়েছি!'

আমোরির কথায় হাস্যরসের ইঙ্গিত থাকলেও, তার বক্তব্য পরিষ্কার—ফার্নান্দেজ ইউনাইটেডেই থাকছেন। যদিও নতুন মৌসুমে স্কোয়াডে অনেক পরিবর্তনের ইঙ্গিত দিয়েছিলেন আগেই। তবে সেখানে যে ফার্নান্দেজের নাম নেই তা স্পষ্ট করে দেন তিনি।

এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৬টি গোল করেছেন, যেখানে ইউনাইটেডের আর কোনো খেলোয়াড় এখনো দুই অঙ্কের গোলসংখ্যায় পৌঁছাতে পারেননি। সবশেষ আন্তর্জাতিক বিরতির আগের সপ্তাহে তিনি দুর্দান্ত ফর্মে ছিলেন, পাঁচ গোল করেছিলেন, যার মধ্যে ছিল ইউরোপা লিগের শেষ ষোলোতে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে হ্যাটট্রিক।

এই মৌসুমে প্রিমিয়ার লিগে গোল ও অ্যাসিস্ট মিলিয়ে ফার্নান্দেজের নামের পাশে ৩১টি অবদান রয়েছে, যা লিগে মোহাম্মদ সালাহ (৫৪) ও আর্লিং হালান্ডের (৩৩) পর তৃতীয় সর্বোচ্চ। তবে ইউনাইটেডের সামগ্রিক পারফরম্যান্স আশানুরূপ নয়। তারা বর্তমানে লিগ টেবিলের ১৩তম স্থানে রয়েছে, যেখানে আগামী ম্যাচে তাদের প্রতিপক্ষ তৃতীয় স্থানে থাকা নটিংহ্যাম ফরেস্ট।

Comments

The Daily Star  | English
Unhealthy election controversy must be resolved

Unhealthy election controversy must be resolved

Just as the fundamental reforms are necessary for the country, so is an elected government.

8h ago