'ভিএআর ফুটবলকে শেষ করে দিচ্ছে'

সাম্প্রতিক সময়ে একের পর এক হারে বেশ বাজে পরিস্থিতির মধ্যেই রয়েছেন টটেনহ্যাম কোচ আনজে পোস্তেকোগলু। এরমধ্যেই আগের দিন হেরেছেন ডার্বি ম্যাচে। চেলসির বিপক্ষে ১-০ গোলে হারের পর পোস্তেকোগলু সোজাসাপটা কথা বললেন — তার মতে, ভিএআর 'ফুটবলকেই শেষ করে দিচ্ছে'।

বৃহস্পতিবার চেলসির মাঠে এঞ্জো ফার্নান্দেজের দ্বিতীয়ার্ধের হেডারই ম্যাচের ভাগ্য গড়ে দেয় এবং চেলসিকে ফের প্রিমিয়ার লিগের সেরা চার দলে ফিরিয়ে আনে। এই ফলাফলে টটেনহ্যামের জয়হীন ধারা টানা চার ম্যাচে গিয়ে ঠেকেছে — যেখানে তারা তিনটি ম্যাচে হেরেছে এবং বোর্নমাউথের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে।

ম্যাচ বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এসেছে ভিএআর যাচাইয়ের পর, মোইসেস কাইসেদো মনে করেছিলেন, বক্সের বাইরে থেকে তার দুর্দান্ত ভলিতে চেলসি দুই গোলে এগিয়ে গেছে, কিন্তু লিভি কোলউইলের অফসাইডের কারণে গোলটি বাতিল হয়ে যায়।

অন্যদিকে, টটেনহ্যামের বদলি খেলোয়াড় পাপে সার গোলকিপার রবার্ট সানচেজের হাত ফাঁকি দিয়ে একটি শট জালে পাঠান — মাঠের রেফারি ক্রেইগ পসন গোলটি দিলেও পরে তাকে মনিটরে গিয়ে সিদ্ধান্ত পুনর্মূল্যায়ন করতে বলা হয়, এবং কাইসেদোকে সার ফাউল করেছিলেন বলে গোলটি বাতিল করা হয়।

স্বাভাবিকভাবেই এই রাতটি টটেনহ্যামের জন্য ছিল আরেকটি হতাশার রাত — সামনে ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালে আইনট্রাখট ফ্র্যাঙ্কফুর্টের মুখোমুখি হওয়ার আগে চাপ বেড়েই চলছে।

স্ট্যামফোর্ড ব্রিজে ম্যাচশেষে টটেনহ্যাম সমর্থকেরা পোস্তেকোগলুকে উদ্দেশ করে চিৎকার করে বলেন, 'তুমি জানো না, কী করছো!'

লুকাস বার্গভালকে তুলে পাপে সারকে মাঠে নামানোর সিদ্ধান্তে আওও ক্ষুব্ধ হন সমর্থকরা। যদিও সার গোল করেছিলেন কিছুক্ষণ পরই, কিন্তু সেটিও বাতিল হয়ে যায়। আর তখন পোস্তেকোগলু কানে হাত দিয়ে সমর্থকদের প্রতি প্রতিক্রিয়া জানান।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আবেগপ্রবণ হয়ে ওঠেন কোচ পোস্তেকোগলু। আগের দিন মার্সিসাইড ডার্বিতে এভারটনের জেমস টারকোভস্কিকে লাল কার্ড না দেখানো নিয়েও ক্ষোভ ঝাড়েন তিনি, 'এই প্রযুক্তি খেলাটাকেই শেষ করে দিচ্ছে, ভাই। এটা আর আগের সেই খেলা নেই।'

'গত রাতে আমরা সবাই বাসায় বসে খেলা দেখেছি। এভারটনের টারকোভস্কি যেভাবে লিভারপুলের ম্যাক অ্যালিস্টারকে ট্যাকল করেছিল — আমি হলফ করে বলতে পারি, যদি ভিএআরে জারেড গিলেট থাকতেন, তাহলে সিদ্ধান্তটা অন্যরকম হতো। এখন তো কেউ জানেই না, কী সিদ্ধান্ত আসবে।'

'তুমি ১২ মিনিট ধরে দাঁড়িয়ে থাকো একটা সিদ্ধান্তের জন্য! এটা আসলেই খেলাটাকে ধ্বংস করছে। কিন্তু কেউ তাতে কিছু যায় আসে না। মানুষ এখন কেবল নাটক আর বিতর্ক ভালোবাসে — ২৪ ঘণ্টা ধরে এই নিয়েই আলোচনা চলবে, কিন্তু কেউ এটা ভাবছে না যে এতে আসল খেলার সৌন্দর্য ধ্বংস হচ্ছে।'

'যদি কোনো রেফারিকে একটা সিদ্ধান্ত নিতে ৬ মিনিট ভিডিও দেখতে হয়, তাহলে সেটা "পরিষ্কার ও সুস্পষ্ট" কীভাবে হয়? গত রাতে আমরা একটা রিপ্লে দেখেই বলে ফেলেছি— 'ও মাই গড'। আর আজ রাতেও আমরা বসে থাকি ৬ মিনিট, সেই ভিএআরের জারেড গিলেট যা পরিষ্কার বলে মনে করেছেন — এটা আসলে পাগলামি।'

'আমরা মেনে নিই, ভুগি, মুখ বুঝে থাকি। "পরিষ্কার ও সুস্পষ্ট" বলতে তো বোঝায়, প্রথম রিপ্লেতেই তা বোঝা যাবে। অথচ এখন খেলাটাই আর আগের মতো থাকছে না,' বলেন পোস্তেকোগলু।

Comments

The Daily Star  | English

Police, Bida launch special security measures for foreign investors

Held meeting with officials of foreign companies, introduced dedicated emergency contact line

1h ago