রিয়ালকে ফের মোকাবিলার আগে তিন তারকাকে নিয়ে দুশ্চিন্তায় আর্সেনাল

ছবি: এএফপি

প্রথম লেগে বড় জয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ওঠার পথে শক্ত অবস্থানে আছে আর্সেনাল। তবে আসরের বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষে ফের নামার আগে পুরোপুরি স্বস্তিতে থাকতে পারছে না গানাররা। কারণ, চলমান মৌসুমে চোটে বিপর্যস্ত ইংলিশ ক্লাবটি আরও তিন তারকাকে পাওয়া নিয়ে পড়েছে শঙ্কায়।

গতকাল প্রিমিয়ার লিগে ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে ব্রেন্টফোর্ডের সঙ্গে ১-১ গোলে ড্র করে মিকেল আর্তেতার শিষ্যরা। ম্যাচটির আগে অনুশীলনে চোট পান ইংলিশ ডিফেন্ডার বেন হোয়াইট। তাই তাকে ছাড়াই খেলতে নামে স্বাগতিকরা।

ম্যাচ চলাকালীন আরও দুটি ধাক্কা খায় আর্সেনাল। চোট নিয়ে ৬৯তম মিনিটে মাঠ ছাড়েন ঘানাইয়ান মিডফিল্ডার থমাস পার্টে। তার বদলি হিসেবে নামেন ডাচ ডিফেন্ডার ইউরিয়েন টিম্বার। তারপর চোট লাগায় ৮৬তম মিনিটে বেরিয়ে যেতে হয় ইতালিয়ান মিডফিল্ডার জর্জিনিয়োকে। এর আগেই পাঁচ বদলি খেলোয়াড় ব্যবহার করায় বাকি সময় ১০ জন নিয়েই খেলতে হয় দলটিকে।

এদের তিনজনেরই রিয়ালের মাঠে কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে নামা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। আগামী বুধবার বাংলাদেশ সময় দিবাগত রাত একটায় সান্তিয়াগো বার্নাব্যুতে মুখোমুখি হবে দুই দল। গত সপ্তাহে নিজেদের মাঠে দুর্দান্ত পারফরম্যান্সে ৩-০ গোলে লস ব্লাঙ্কোদের উড়িয়ে দিয়েছিল আর্সেনাল।

হোয়াইটের চোট নিয়ে ম্যাচের পর আর্তেতা বলেন, 'আমরা এখনও নিশ্চিত করে কিছু জানি না। ব্রেন্টফোর্ডের বিপক্ষে স্কোয়াডে থাকার মতো অবস্থায় সে ছিল না। আমাদের হাতে কয়েকদিন সময় আছে। দেখা যাক, কী হয়।'

জর্জিনিয়ো পাঁজরের চোটে পড়েছেন বলে নিশ্চিত করেছেন আর্সেনালের কোচ। মাঠের ভেতরে নিঃশ্বাস নিতে তার কষ্ট হচ্ছিল। ফলে তিনি আর খেলা চালিয়ে যেতে পারেননি।

পার্টের শারীরিক পরিস্থিতি নিয়ে সাবেক ফুটবলার আর্তেতার মন্তব্য, 'সে কিছুটা অস্বস্তি অনুভব করছিল। তাই আমরা কোনো ঝুঁকি নিতে চাইনি। চিকিৎসকদের সঙ্গে আমার এখনও কথা হয়নি। তারা তাকে পর্যবেক্ষণ করার পর বলতে পারবে কী অবস্থা।'

চোটের কারণে এই মুহূর্তে মাঠের বাইরে থাকা ফুটবলারদের তালিকা বেশ লম্বা আর্সেনালের। ব্রাজিলিয়ান স্ট্রাইকার গাব্রিয়েল জেসুস, জাপানিজ ডিফেন্ডার তাকেহিরো তমিয়াসু, ব্রাজিলিয়ান ডিফেন্ডার গাব্রিয়েল, জার্মান ফরোয়ার্ড কাই হাভার্টজ ও ইতালিয়ান ডিফেন্ডার রিকার্দো কালাফিওরি আছেন সেরে ওঠার লড়াই। কালাফিওরি অবশ্য ফেরার খুব কাছে আছেন।

Comments

The Daily Star  | English

NBR plans to roll back tax benefits for exporters

The prospect of reduced tax benefits has rattled exporters, already wrestling with shifting global trade dynamics, including fresh US tariffs

12h ago