ভুটানকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

মালদ্বীপের বিপক্ষে প্রথম ম্যাচে প্রত্যাশিত ফলাফল করতে না পারলেও ভুটানের বিপক্ষে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। দারুণ এক জয় তুলে সেমি-ফাইনাল নিশ্চিত করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

রোববার ভারতের অরুণাচলে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় ও শেষ গ্রুপ ম্যাচে ভুটানকে ৩-০ গোলে হারিয়েছে বাংলাদেশ।

প্রথমার্ধে একটি গোল করেন মোরশেদ আলী এবং আরেকটি গোলে সহায়তা করেন তিনি, যেটিতে স্কোর করেন সুমন সরণ। ফলে প্রথমার্ধেই ২-০ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ।

অতিরিক্ত সময়ে দারুণ এক আক্রমণ থেকে গোল করে ব্যবধান ৩-০ করেন নাজমুল হুদা ফয়সাল। ফলে দাপুটে জয় নিশ্চিত হয় দলের।

এর আগে গোলাম রাব্বানী ছোটনের শিষ্যরা মালদ্বীপের বিপক্ষে প্রথম ম্যাচে দুই গোলের লিড নিয়েও ২-২ ড্র করেছিল।

Comments

The Daily Star  | English
Nat’l election likely between January 6, 9

EC suspends registration of AL

The decision was taken at a meeting held at the EC secretariat

1h ago