ব্রাজিল বিশ্বকাপ জিতলে কত টাকা পাবেন আনচেলত্তি?

Carlo Ancelotti

২০০২ সালের আসরের পর থেকে চলছে দীর্ঘ খরা। রেকর্ড পাঁচবারের শিরোপাজয়ী ব্রাজিল আর বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারেনি। সেই অপেক্ষার প্রহর হয়তো আগামী বছরই শেষ হতে পারে। ২০২৬ সালে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে বসরে যাচ্ছে পরবর্তী বিশ্বকাপ। ওই আসরে যদি সেলেসাওরা শেষমেশ চ্যাম্পিয়ন হয়, তাহলে দলটির নতুন কোচ কার্লো আনচেলত্তি পাবেন মোটা অঙ্কের অর্থ।

জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আগের দিন ব্রাজিল জাতীয় ফুটবল দলের প্রথম বিদেশি কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন এই ইতালিয়ান। অনেক দিন ধরেই তাকে পেতে চেষ্টা করে যাচ্ছিল দলটি। স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ ছেড়ে আগামী ২৬ মে থেকে তিনি কাজ শুরু করবেন নতুন ঠিকানায়। তার সামনে রয়েছে ভীষণ কঠিন চ্যালেঞ্জ। সাম্প্রতিক বছরগুলোতে নিজেদের হারিয়ে ধুঁকতে থাকা ব্রাজিলকে চেনা রূপে ফেরাতে হবে তাকে।

আনচেলত্তির চুক্তির মেয়াদ কতদিন বা তিনি বেতন হিসেবে মাসে কত অর্থ পাবেন তা খোলাসা করেনি ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। দেশটির সংবাদমাধ্যম গ্লোবো জানিয়েছে, প্রাথমিকভাবে ১৪ মাসের চুক্তি স্বাক্ষর করবেন আনচেলত্তি। অর্থাৎ বিশ্বকাপ পর্যন্ত দায়িত্বে থাকবেন তিনি। ফলাফল পর্যালোচনা করে চুক্তির মেয়াদ বাড়ানোর সুযোগ থাকছে। এছাড়া, স্প্যানিশ গণমাধ্যম এএস জানিয়েছে, বছরে ১ কোটি ইউরোর কাছাকাছি বেতন পাবেন আনচেলত্তি। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৩৪ কোটি ৯১ লক্ষ টাকা।

আর ব্রাজিল যদি ২৪ বছরের হতাশা কাটিয়ে বিশ্বকাপের শিরোপা পুনরুদ্ধার করতে পারে তাহলে? সেক্ষেত্রে ৬৫ বছর বয়সী আনচেলত্তি পাবেন বড় অঙ্কের আর্থিক পুরস্কার। চুক্তির শর্ত অনুসারে, ৫০ লাখ ইউরো (বাংলাদেশ মুদ্রায় প্রায় ৬৭ কোটি ৪৬ লাখ টাকা) ঢুকবে তার পকেটে।

২০২২ সালে কাতারে অনুষ্ঠিত সবশেষ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়ের পর এখন পর্যন্ত ২৫ ম্যাচ খেলেছে ব্রাজিল। তাদের পারফরম্যান্স নিয়ে আশাবাদী হওয়ার উপায় নেই ভক্ত-সমর্থকদের। মাত্র ১০টিতে জিতেছে তারা। দলটি হেরেছে সাতটিতে। ড্র হয়েছে বাকি আটটি ম্যাচ।

তাছাড়া, আগামী বিশ্বকাপের মূল পর্বে খেলা এখনও নিশ্চিত হয়নি ব্রাজিলের। ১৪ ম্যাচে ছয় জয়, তিন ড্র ও পাঁচ হারে তারা পেয়েছে ২১ পয়েন্ট। গোল ব্যবধানে অবস্থান পয়েন্ট তালিকার চার নম্বরে। তবে দক্ষিণ আমেরিকা মহাদেশ থেকে যেহেতু ছয়টি দল সরাসরি আগামী বিশ্বকাপের টিকিট পাবে, তাই বড় কোনো অঘটন না ঘটলে ব্রাজিলের খেলা একরকম নিশ্চিত। কারণ, চার রাউন্ড বাকি থাকতে সাতে থাকা ভেনেজুয়েলার চেয়ে ৬ পয়েন্ট এগিয়ে আছে তারা।

কোচ হিসেবে প্রায় ৩৩ বছরের সুদীর্ঘ অভিজ্ঞতা নিয়ে ব্রাজিলের ডাগআউটে দাঁড়াতে যাচ্ছেন আনচেলত্তি। দুই দফায় মোট ১৫টি শিরোপা নিয়ে রিয়ালের ইতিহাসের সফলতম কোচ তিনি। বিশ্বের একমাত্র কোচ হিসেবে পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ জয়ের কীর্তিও তার। সাফল্যের এই ধারা বজায় রেখে আনচেলত্তি কি পারবেন ব্রাজিলকে কাঙ্ক্ষিত পথের দিশা দেখাতে? উত্তর পাওয়া যাবে সময়ের পরিক্রমায়।

Comments

The Daily Star  | English

Govt condemns attack on Nur

Reaffirms its commitment to holding the national election in the first half of February 2026

50m ago