সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ

৮ মিনিটে ২ গোল, নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

ছবি: বাফুফে

আক্রমণ-পাল্টা আক্রমণে চলতে থাকা ম্যাচে অচলবস্থা ভাঙল ৭৩তম মিনিটে। আট মিনিটের মধ্যে আরও এক গোল আদায় করে চালকের আসনে বসে পড়ল বাংলাদেশ। শেষদিকে নেপাল ব্যবধান কমিয়ে লড়াইয়ে ফিরিয়ে আনল উত্তেজনা। তবে লিড ধরে রেখে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করল লাল-সবুজ জার্সিধারীরা।

ভারতের অরুণাচল প্রদেশের গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে শুক্রবার অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে ২-১ গোলে জিতেছে বাংলাদেশ। গোলশূন্য প্রথমার্ধের পর দলটির হয়ে জাল খুঁজে নেন আশিকুর রহমান ও অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল। নেপালের একমাত্র গোলদাতা সুজন দাঙ্গল।

আগামী রবিবার টুর্নামেন্টের ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ হবে স্বাগতিক ভারত বা মালদ্বীপ। এই দুটি দল আজ রাত ৮টায় দ্বিতীয় সেমিফাইনালে পরস্পরের মুখোমুখি হবে।

গোটা ম্যাচে বল দখলে তুলনামূলকভাবে এগিয়ে ছিল গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। বিরতির আগে দুই দলের সামনেই বেশ কিছু সুযোগ আসে। কিন্তু গোলের দেখা মেলেনি। দ্বিতীয়ার্ধেও একই ধাঁচে চলতে থাকে খেলা। তবে এই সময়ে বাংলাদেশ অপেক্ষাকৃত বেশি সুযোগ তৈরি করেছে।

অবশেষে ৭৩তম মিনিটে আসে কাঙ্ক্ষিত মুহূর্ত। নেপালের চাপ সামলে এগিয়ে যায় বাংলাদেশ। ফরোয়ার্ড ফয়সালের নেওয়া কর্নার থেকে হেডে গোল করে নিশানা ভেদ করে ডিফেন্ডার আশিকুর। ৮১তম মিনিটে লাল-সবুজদের অধিনায়ক নিজেই নাম ওঠান গোলদাতাদের তালিকায়। বদলি মোহাম্মদ মানিকের পাস থেকে নিখুঁত শটে জাল কাঁপান ফয়সাল।

দুই গোলে এগিয়ে যাওয়ার পর রক্ষণ জমাট করে ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখায় মনযোগী ছিল বাংলাদেশ। তারপরও ৮৭তম মিনিটে গোল হজম করে তারা। ডি-বক্সের ভেতর থেকে সুজন পরাস্ত করেন গোলরক্ষক ইসমাইল হোসেন মাহিনকে। এতে লড়াই জমিয়ে তুললেও হার এড়াতে পারেনি নেপাল।

ছয়টি দল নিয়ে আয়োজিত এবারের সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বে বাংলাদেশ প্রথম ম্যাচে মালদ্বীপের সঙ্গে ২-২ গোলে ড্র করেছিল। এরপর দ্বিতীয় ম্যাচে ভুটানকে ৩-০ গোলে উড়িয়ে সেমিফাইনালের টিকিট পায় তারা।

Comments

The Daily Star  | English

Early US intel assessment suggests strikes on Iran did not destroy nuclear sites: CNN

Israeli Prime Minister Benjamin Netanyahu said Israel had agreed to Trump's ceasefire proposal

2d ago