জর্ডান সফরের ক্যাম্পে ডাক পাননি সাবিনারা, ফিরলেন পাঁচ তারকা

বাংলাদেশ নারী ফুটবল দলের জর্ডান সফরের জন্য ৪১ জন ফুটবলারকে নিয়ে ক্যাম্প শুরু হয়েছে। এই ক্যাম্পে ডাক পেয়ে ভুটানের ফুটবল লিগ থেকে ফিরে এসেছেন মারিয়া মান্ডা, মনিকা চাকমা, ঋতু পর্ণা চাকমা, রুপনা চাকমা এবং শামসুন্নাহার সিনিয়র। তবে পিটার বাটলারের এই ক্যাম্পে ডাক পাননি দুইবারের সাফজয়ী অধিনায়ক সাবিনা খাতুনসহ পাঁচ তারকা।
রুপনা ও মারিয়া বাটলারের অধীনে পাঁচ দিনের প্রশিক্ষণ শেষে গত ১৩ এপ্রিল ভুটানের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। বাটলার নিজে ৭ এপ্রিল বাংলাদেশে ফিরে আসেন। অন্যদিকে, মনিকা, ঋতু পর্ণা এবং শামসুন্নাহার সিনিয়র ৬ এপ্রিল ভুটান গিয়েছিলেন। এক মাসেরও বেশি সময় আগে ভুটান গেলেও, সূচি পিছিয়ে যাওয়ায় এই খেলোয়াড়রা লিগে গত ১০ মে মাত্র একটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন।
নারী দলের একটি সূত্র নিশ্চিত করেছে, এই পাঁচ ফুটবলার আগামীকাল জাতীয় নারী দলের আসন্ন জর্ডান সফরের জন্য চলমান ক্যাম্পে ৪১ জন অন্য খেলোয়াড়ের সঙ্গে যোগ দেবেন। সূত্রটি আরও জানায়, এই ৪১ জনের মধ্যে সুরমা জান্নাত, স্বর্ণা রানী এবং আকলিমা খাতুন ইনজুরিতে ভুগছেন।
বাংলাদেশ দল আগামী ২৭ মে জর্ডানের উদ্দেশ্যে রওনা হবে এবং স্বাগতিকদের বিপক্ষে চার দিন পর খেলবে। এরপর ৩ জুন ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের সফর শেষ হবে।
বাটলারের বিরুদ্ধে বিদ্রোহে মুখ্য ভূমিকা পালন করা সাবিনা খাতুন ও মাসুরা পারভিনের মতো খেলোয়াড়দের দলে ডাকা হয়নি। বিদ্রোহে থাকা কৃষ্ণা রানী সরকার, সানজিদা আক্তার, মাতসুশিমা সুমাইয়াও বিবেচিত হননি। জর্ডানের এই সফর আগামী মাসে মিয়ানমারে অনুষ্ঠিতব্য এশিয়ান কাপ বাছাইপর্বের প্রস্তুতি হিসেবে দেখা হচ্ছে।
ধারণা করা হচ্ছে, প্রধান কোচ এই পাঁচ সিনিয়র খেলোয়াড়কে এশিয়ান কাপ বাছাইপর্বের জন্য বিবেচনা করতে আগ্রহী নন। কোচ নাকি তাদের ফর্ম ও ফিটনেসের কারণে বাদ দিতে চান। যদিও সাবিনা ও কৃষ্ণা সম্প্রতি ভুটান লিগে তাদের দলের রেকর্ড জয়ে অনেকগুলো গোল করেছেন।
সূত্রটি দ্য ডেইলি স্টারকে জানায়, ক্যাম্পে থাকা ৪৬ জন খেলোয়াড়ের মধ্য থেকে জর্ডান সফরের জন্য দল রওয়ানা হওয়ার এক বা দুই দিন আগে ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করা হবে।
Comments