কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল শুরু সোমবার

ছবি: বিএসজেএ

কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল ২০২৫-এর ড্র অনুষ্ঠিত হয়েছে। প্রতিবারের মতো এবারও দেশের খ্যাতনামা ৩২টি মিডিয়া হাউজ নিয়ে টুর্নামেন্টটি শুরু হবে আগামী সোমবার।

শনিবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনে এক অনুষ্ঠানে কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল ২০২৫-এর জার্সি ও ট্রফি উন্মোচন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্কয়ার টয়লেট্রিজের হেড অব মার্কেটিং ড. জেসমিন জামান, সাবেক জাতীয় ফুটবলার ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের প্রধান কোচ আলফাজ আহমেদ, বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (বিএসজেএ) সভাপতি আরিফুর রহমান ও সাধারণ সম্পাদক এস এম সুমন। এছাড়া, উপস্থিত ছিলেন বিএসজেএর সহ-সভাপতি ও টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক রায়হান আল মুঘনি, যুগ্ম-আহ্বায়ক রবিউল ইসলাম ও সদস্য সচিব ইয়াসিন হাসান।

সংবাদ সম্মেলনের শুরুতে টুর্নামেন্ট সম্পর্কে বিস্তারিত জানান আহ্বয়াক রায়হান আল মুঘনি। এরপর স্বাগত বক্তব্যে যে কোনো চোট এড়িয়ে সবাইকে সচেতনভাবে খেলার আহ্বান করেন বিএসজেএর সাধারণ সম্পাদক এস এম সুমন।

পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান স্কয়ার ট্রয়লেট্রিজের হেড অব মার্কেটিং ড. জেসমিন জামান বলেছেন, এই টুর্নামেন্ট সাংবাদিকদের জন্য একটি মিলনমেলা। প্রতিযোগিতার মনোভাবের চেয়ে ভাতৃত্ববোধ দেখাটাই আনন্দের। স্কয়ার গ্রুপ সব সময় এই টুর্নামেন্টের সঙ্গে ছিল, ভবিষ্যতেও থাকবে।

সাবেক জাতীয় ফুটবলার আলফাজ আহমেদ বলেন, সাংবাদিকদের সঙ্গে আমাদের একটা আন্তরিকতা আছে। তাদের সবার সঙ্গে চেনা-জানা। ফুটবল খুব কঠিন খেলা। সাংবাদিকদের খেলতে দেখলে ভালোই লাগে।

সমাপনী বক্তব্যে বিএসজেএর সভাপতি আরিফুর রহমান বাবু বলেন, স্কয়ার গ্রুপ দীর্ঘদিন ধরেই এই টুর্নামেন্টের পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান হিসেবে রয়েছে। তারা না থাকলে আমাদের এমন আয়োজন সম্ভব হতো না। সাংবাদিকদের মধ্যে যারা সারা বছর কর্মব্যস্ত থাকেন, এই টুর্নামেন্ট তাদের খেলার জন্য দারুণ একটি সুযোগ।

৩২টি দলকে আটটি গ্রুপে ভাগ করে নক-আউট পদ্ধতিতে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে।

গ্রুপ পর্বে কে কোন দলে:

'এ' গ্রুপ— বৈশাখী টিভি, রাইজিংবিডি, এটিএন বাংলা, এসএ টিভি
'বি' গ্রুপ— মাছরাঙা, জাগো নিউজ, চ্যানেল ২৪, প্রথম আলো
'সি' গ্রুপ— যুগান্তর, বাংলানিউজ ২৪, আর টিভি, মানবজমিন
'ডি' গ্রুপ— কালবেলা, বাংলাদেশ প্রতিদিন, একাত্তর টিভি, নিউজ ২৪
'ই' গ্রুপ— ঢাকা ট্রিবিউন, ঢাকা পোস্ট, দ্য ডেইলি স্টার, এটিএন নিউজ
'এফ' গ্রুপ— একাত্তর টিভি, ইনকিলাব, বিটিভি, দেশ টিভি
'জি' গ্রুপ— দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, কালের কণ্ঠ, বাংলাভিশন, নয়া দিগন্ত
'এইচ' গ্রুপ— চ্যানেল আই, সমকাল, সময় টিভি, ইত্তেফাক।

Comments

The Daily Star  | English
FY2026 Budget,

How the FY2026 budget can make a difference amid challenges

The FY2026 budget must be more than a mere fiscal statement.

16h ago