নাপোলিতে যোগ দিচ্ছেন ডি ব্রুইনা!

ইতিহাদ স্টেডিয়ামকে এরমধ্যেই বিদায় জানিয়েছেন। আজ রোববার ফুলহ্যামের মাঠে ম্যাচটি হতে যাচ্ছে কেভিন ডি ব্রুইনার 'সিটিজেন' জীবনের শেষ অধ্যায়। এক দশক ধরে ম্যানচেস্টার সিটির মাঝমাঠ সামলানো এই বেলজিয়ান তারকা এবার পাড়ি জমাতে চলেছেন ইতালির নাপলস শহরে, যেখানে তাকে ঘিরে ইতোমধ্যেই তৈরি হয়েছে আলাদা রোমাঞ্চ।

৩৩ বছর বয়সী এই মিডফিল্ডার সিটির হয়ে জিতেছেন ৬টি প্রিমিয়ার লিগ ও একটি চ্যাম্পিয়ন্স লিগ সহ আরও অনেক শিরোপা। কিন্তু সময়ের স্রোতে এক অবিচ্ছেদ্য সম্পর্কের ইতি ঘটতে চলেছে। ডি ব্রুইনার বর্তমান চুক্তি ৩০ জুন শেষ হবে এবং তিনি হবেন ফ্রি এজেন্ট।

ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনের প্রতিবেদন অনুযায়ী, ডি ব্রুইনা ইতিমধ্যেই নিজের পরবর্তী গন্তব্য চূড়ান্ত করে ফেলেছেন এবং এবারের গ্রীষ্মে ফ্রি ট্রান্সফারে ইতালির নতুন সিরি আ চ্যাম্পিয়ন নাপোলির সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা শুরু করবেন। স্কাই স্পোর্ট ইতালিয়া ও স্পোর্টসইতালিয়াও একই সংবাদ প্রকাশ করেছে।

এছাড়া ট্রান্সফার বিশ্বখ্যাত সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো ও মাত্তেও মোরেত্তোর তথ্যমতে, নাপোলি ডি ব্রুইনাকে পেতে তিন বছরের চুক্তির প্রস্তাব দিয়েছে। যেখানে প্রথম দুই মৌসুমে তার বার্ষিক বেতন হবে ৬ মিলিয়ন ইউরো। তবে তৃতীয় মৌসুমে তা কমে দাঁড়াবে ৫ মিলিয়ন ইউরোতে। এছাড়াও ফ্রি এজেন্ট হিসেবে পাবেন ১০ মিলিয়ন ইউরো সাইনিং বোনাস।

সংবাদ অনুযায়ী, মার্কিন ক্লাব শিকাগো ফায়ারসহ আরও কিছু ক্লাব প্রস্তাব দিলেও ডি ব্রুইনের পছন্দ নাপোলি। ফুটবলীয় চ্যালেঞ্জের পাশাপাশি এটি একটি আবেগের সিদ্ধান্তও—কারণ তার বিয়ে হয়েছিল সোরেন্তোতে, যা নাপলসের উপকূলবর্তী এলাকা।

এদিকে, ইতোমধ্যেই উদযাপন শুরু করে দিয়েছে নাপোলি। তিন বছরে দ্বিতীয়বারের মতো সিরি আ শিরোপা জেতা ও চ্যাম্পিয়ন্স লিগে সরাসরি যোগ্যতা অর্জনের পর এবার তাদের চোখ বিশ্বমঞ্চে। আর সেই যাত্রায় কেভিন ডি ব্রুইনার মতো অভিজ্ঞ এক যোদ্ধা যোগ দিলে, নাপোলির ভবিষ্যৎ যে আরও উজ্জ্বল হবে, তা বলাই বাহুল্য।

Comments

The Daily Star  | English

Trump says Iran-Israel truce holds after berating both countries

Israeli Prime Minister Benjamin Netanyahu said Israel had agreed to Trump's ceasefire proposal

2d ago