লা লিগা থেকে চ্যাম্পিয়ন্স লিগে যারা

স্প্যানিশ লা লিগা থেকে আগামী মৌসুমের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে সরাসরি খেলবে পাঁচটি ক্লাব। ইতোমধ্যে নিশ্চিত হয়ে গেছে কারা অংশ নেবে ইউরোপ মহাদেশের সর্বোচ্চ ক্লাব প্রতিযোগিতায়।
এক মৌসুম পর ফের চ্যাম্পিয়ন হওয়া বার্সেলোনার পাশাপাশি চ্যাম্পিয়ন লিগে জায়গা করে নিয়েছে রিয়াল মাদ্রিদ, অ্যাতলেতিকো মাদ্রিদ, অ্যাথলেতিক বিলবাও ও ভিয়ারিয়াল।
লা লিগার ২০২৪-২৫ মৌসুম শেষ হচ্ছে আজ রোববার রাতে। তবে এস্পানিয়লের মাঠে ২-০ গোলে জিতে গত ১৬ মেতেই শিরোপা জয় নিশ্চিত করে বার্সা। দুই ম্যাচ হাতে রেখে স্পেনের শীর্ষ লিগে ২৮তম বারের মতো চ্যাম্পিয়ন হয় তারা।
বর্তমানে ৩৭ ম্যাচে ২৭ জয় ও ৪ ড্রয়ে বার্সেলোনার পয়েন্ট ৮৫। হান্সি ফ্লিকের শিষ্যদের আর একটি ম্যাচ বাকি আছে। বাংলাদেশ সময় আজ দিবাগত রাত একটায় বিলবাওয়ের মাঠে আতিথ্য নেবে কাতালানরা।

গত মৌসুমসহ রেকর্ড ৩৬ বারের শিরোপাজয়ী ও বার্সার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল পেয়েছে দ্বিতীয় স্থান। ইতোমধ্যে ৩৮ ম্যাচের সবগুলো খেলে ফেলেছে তারা। লস ব্লাঙ্কোদের অর্জন ২৬ জয় ও ৬ ড্রয়ে ৮৪ পয়েন্ট।
তিন নম্বরে থেকে আসর শেষ করেছে রিয়ালের নগর প্রতিদ্বন্দ্বী অ্যাতলেতিকো। আজ নিজেদের শেষ ম্যাচে জিরোনার মাঠে ৪-০ গোলের বড় ব্যবধানে জিতেছে দলটি। ৩৮ ম্যাচে ২২ জয় ও ১০ ড্রয়ে তাদের পয়েন্ট ৭৬।
বিলবাও ও ভিয়ারিয়ালের যথাক্রমে চতুর্থ ও পঞ্চম হওয়া নিশ্চিত। বিলবাওয়ের পয়েন্ট ৩৭ ম্যাচে ১৯ জয় ও ১৩ ড্রয়ে ৭০। ভিয়ারিয়ালের অর্জন সমান ম্যাচে ১৯ জয় ও ১০ ড্রয়ে ৬৭। শেষ ম্যাচে ঘরের মাঠে সেভিয়াকে মোকাবিলা করবে ভিয়ারিয়াল।
মুখোমুখি লড়াইয়ে ভিয়ারিয়ালের চেয়ে এগিয়ে বিলবাও। দুই দলের প্রথম দেখায় বিলবাও নিজেদের মাঠে ২-০ গোলে জিতেছিল। ভিয়ারিয়ালের মাঠে পরের ম্যাচ হয়েছিল গোলশূন্য ড্র।
শেষ রাউন্ডে নিজে নিজ ম্যাচে বিলবাও হারলে ও ভিয়ারিয়াল জিতলে দুই ক্লাবেরই পয়েন্ট দাঁড়াবে ৭০। তবে মুখোমুখি সাক্ষাতে যেহেতু বিলবাও এগিয়ে, তাই তারাই চার নম্বরে থেকে মৌসুম শেষ করবে।
লা লিগা থেকে পাঁচটি ক্লাব চ্যাম্পিয়ন্স লিগে খেলার টিকিট পাচ্ছে উয়েফার অ্যাসোসিয়েশন ক্লাব কোএফিসিয়েন্ট র্যাঙ্কিং অনুসারে। এবারের মৌসুমের র্যাঙ্কিংয়ে ইংল্যান্ড প্রথম ও স্পেন দ্বিতীয় হয়েছে।

শীর্ষ দুইয়ে থাকায় ইংল্যান্ডের প্রিমিয়ার লিগ ও স্পেনের লা লিগা পেয়েছে একটি করে ইউরোপিয়ান পার্মানেন্ট স্পট (ইপিএস)। ফলে পয়েন্ট তালিকার শীর্ষ চারটি ক্লাবের পরিবর্তে শীর্ষ পাঁচটি ক্লাবের সুযোগ মিলেছে চ্যাম্পিয়ন্স লিগে।
কোএফিসিয়েন্ট হলো একটি পরিসংখ্যানভিত্তিক পদ্ধতি। এটি হিসাব করা কোনো মৌসুমে উয়েফার সদস্যদের ক্লাবগুলো ইউরোপিয়ান প্রতিযোগিতায় যে পারফরম্যান্স করে তার ভিত্তিতে।
ইউরোপিয়ান প্রতিযোগিতার মধ্যে অন্তর্ভুক্ত হলো চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপা লিগ ও কনফারেন্স লিগ। এসব প্রতিযোগিতায় প্রতিটি জয়ের জন্য দুই পয়েন্ট ও প্রতিটি ড্রয়ের জন্য এক পয়েন্ট পায় ক্লাবটি যে দেশের প্রতিনিধিত্ব করে সেই দেশ।
আরও আছে নানা ধরনের বোনাস পয়েন্ট। সব মিলিয়ে কোনো দেশের অর্জিত পয়েন্টকে ইউরোপিয়ান প্রতিযোগিতা সেই দেশের অংশগ্রহণকারী ক্লাবগুলোর সংখ্যা দিয়ে ভাগ করলে পাওয়া যায় কোএফিসিয়েন্ট।
Comments