দুবার পিছিয়ে পড়েও ৫৯ ধাপ এগিয়ে থাকা জর্ডানের সঙ্গে বাংলাদেশের ড্র

ছবি: বাফুফে

দুই অর্ধে দুবার পিছিয়ে পড়ার ধাক্কা খেল বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দল। কিন্তু হাল ছেড়ে না দিয়ে প্রাণপণ লড়াই করে দুবারই সমতায় ফিরল তারা। শক্তিশালী জর্ডানের বিপক্ষে এই ফল পিটার বাটলারের শিষ্যদের জন্য জয়ের মতোই মূল্যবান।

মঙ্গলবার রাতে আম্মানের কিং আবদুল্লাহ (২) স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে বাংলাদেশ। এতে ত্রিদেশীয় আন্তর্জাতিক প্রীতি ম্যাচের সিরিজটি অপরাজিত থেকে শেষ করেছে লাল-সবুজ জার্সিধারীরা।

প্রতিকূল আবহাওয়ায় টানা দ্বিতীয় ম্যাচে অসাধারণ পারফরম্যান্স উপহার দিয়েছে নারীরা। ফিফা র‍্যাঙ্কিংয়ে ১৩৩ নম্বরে থাকা বাংলাদেশের চেয়ে জর্ডান এগিয়ে আছে ৫৯ ধাপ। আগের ম্যাচে আফঈদা খন্দকারের দল গোলশূন্য ড্র করেছিল ৯৪তম স্থানে থাকা ইন্দোনেশিয়ার সঙ্গে।

জর্ডানের সঙ্গে শেষবার বাংলাদেশের সাক্ষাৎ হয়েছিল ২০২১ সালের সেপ্টেম্বরে। এশিয়ান কাপের বাছাইপর্বের ওই ম্যাচে ৫-০ গোলে বিধ্বস্ত হয়েছিল তারা। চার বছর পর একই দলের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াইয়ে পাওয়া ড্র নিশ্চিতভাবেই আত্মবিশ্বাসী করবে তাদেরকে।

বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হওয়া ম্যাচের পঞ্চম মিনিটে স্বাগতিকদের অধিনায়ক মাইশা জেবারাহর গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। তবে প্রতিপক্ষকে লিড ধরে রাখতে দেয়নি তারা। ৪৩তম মিনিটে সমতা ফেরান ফরোয়ার্ড শামসুন্নাহার জুনিয়র।

বিরতির পর ম্যাচের ৫৮তম মিনিটে বানা বিতার জাল খুঁজে নিলে ফের এগিয়ে যায় জর্ডান। এবারও লড়াই করে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ দল। ৮২তম মিনিটে ফরোয়ার্ড শাহেদা আক্তার রিপা স্কোরলাইন ২-২ করার পর আর জয়সূচক গোল পায়নি কোনো দল।

চলতি মাসের শেষদিকে মিয়ানমারে শুরু হতে যাওয়া নারী এশিয়ান কাপের বাছাইপর্বের প্রস্তুতির অংশ হিসেবে জর্ডান সফর করেছে বাংলাদেশ। শক্ত দুই প্রতিপক্ষের বিপরীতে হার এড়িয়ে নিজেদের উন্নতির ছাপ দেখিয়েছে তারা।

Comments

The Daily Star  | English

Trump, Putin in Alaska to end Ukraine war

Donald Trump and Vladimir Putin flew to Alaska yesterday for a high-risk summit that promises a stern test of the US president’s promise to end the bloody war in Ukraine.

5h ago