প্রথমবার বিশ্বকাপে ঠাঁই নিল জর্ডান

ছবি: জর্ডান ফুটবল অ্যাসোসিয়েশন টুইটার

ওমানকে হারিয়ে নিজেদের দায়িত্বটা ঠিকমতো সেরে রেখেছিল জর্ডান। এরপর ইরাকের বিপক্ষে দক্ষিণ কোরিয়া জয় পাওয়ায় বিশাল সুখবর মিলল তাদের। ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপে জায়গা করে নিল দলটি।

আগামী ২০২৬ বিশ্বকাপের এশিয়া অঞ্চলের বাছাইপর্ব পেরিয়ে মূল পর্বের টিকিট পেয়েছে দক্ষিণ কোরিয়া ও জর্ডান। তৃতীয় রাউন্ডের 'বি' গ্রুপের পয়েন্ট তালিকায় শীর্ষে আছে দক্ষিণ কোরিয়া। ৯ ম্যাচে তাদের অর্জন ১৯ পয়েন্ট। সমান ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে জর্ডানের অবস্থান দুইয়ে।

বৃহস্পতিবার রাতে বসরায় স্বাগতিক ইরাককে ২-০ গোলে হারায় দক্ষিণ কোরিয়া। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে কিম জিন গিউ ও ওহ সি হান করেন লক্ষ্যভেদ। এই জয়ে টানা ১১তমবারের মতো বিশ্বকাপের মঞ্চে উঠেছে দলটি।

এর আগে ওমানের মাঠে ৩-০ গোলের দুর্দান্ত জয় তুলে নেয় জর্ডান। মাস্কাটে হ্যাটট্রিক করেন ফরোয়ার্ড আলী ইয়াদ অলোয়ান। বিরতির আগে যোগ করা সময়ে তিনি এগিয়ে দেন দলকে। এরপর ম্যাচের ৫১তম মিনিটে দ্বিগুণ করেন ব্যবধান। তার হ্যাটট্রিক পূর্ণ হয় ৬৪তম মিনিটে।

এশিয়া অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে তৃতীয় রাউন্ডে রয়েছে তিনটি গ্রুপ। প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল পাবে ফুটবলের সর্বোচ্চ আসরে সরাসরি খেলার সুযোগ। তৃতীয় ও চতুর্থ হওয়া দল দুটিরও আশা বেঁচে থাকবে। কারণ, তারা বাছাইয়ের চতুর্থ রাউন্ডে জায়গা পাবে।

'বি' গ্রুপের পয়েন্ট তালিকায় ১২ পয়েন্ট নিয়ে ইরাক তিনে ও ১০ পয়েন্ট নিয়ে ওমান চারে আছে। পাঁচে থাকা ফিলিস্তিনের অর্জন ৯ পয়েন্ট। এই তিনটি দলেরই সামনে রয়েছে চতুর্থ রাউন্ডে ওঠার হাতছানি। লড়াই থেকে ছিটকে যাওয়া কুয়েতের পয়েন্ট ৫।

৪৮ দল নিয়ে বিশ্বকাপের পরবর্তী আসর আগামী বছর হবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়। স্বাগতিক এই তিন দলের সঙ্গে আরও সাতটি দল ইতোমধ্যে জায়গা পাকা করেছে। তারা হলো হলো জাপান, নিউজিল্যান্ড, ইরান, আর্জেন্টিনা, দক্ষিণ কোরিয়া, উজবেকিস্তান ও জর্ডান।

Comments

The Daily Star  | English

Gaza civil defence says Israeli forces kill 23

Among the casualties were three children who were killed in an air strike on a home in Jabalia, northern Gaza

58m ago