ফিফা ক্লাব বিশ্বকাপ

অ্যাতলেতিকোকে গুঁড়িয়ে ক্লাব বিশ্বকাপে পিএসজির উড়ন্ত সূচনা

প্রথমবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতে ক্লাব বিশ্বকাপে গিয়েও দুর্দান্ত ছন্দ ধরে রাখল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। দলে সেরা তারকা উসমান দেম্বেলেকে ছাড়া খেলতে নেমেও স্প্যানিশ ক্লাব অ্যাতলেতিকো মাদ্রিদকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা।

রোববার রাতে লস অ্যাঞ্জেলেসের রোজ বোল স্টেডিয়ামে ক্লাব বিশ্বকাপের প্রথম ম্যাচে একপেশে লড়াইয়ে অ্যাতলেতিকোকে ধরাশায়ী করে পিএসজি। লুইস এনরিকের দল ম্যাচের শুরু থেকেই পিএসজি আধিপত্য বিস্তার করে খেলে। ১৯তম মিনিটেই ফাবিয়ান রুইজের দূরপাল্লার জোরালো শটে গোলের দেখা পায় প্যারিসের ক্লাব।

গত মাসে ইন্টার মিলানকে ৫-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ জেতা পিএসজি এই ম্যাচেও টেনে আনে সেই দাপট। প্রথমার্ধের ঠিক আগে ভিতিনহার গোলে ব্যবধান দ্বিগুণ করে ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা। অ্যাতলেতিকো মাদ্রিদের আতোঁয়া গ্রিয়েজমানের ভুলের সুযোগ নিয়ে দ্রুত পাল্টা আক্রমণ থেকে গোলটি করেন ভিতিনহা।

দ্বিতীয়ার্ধেও পিএসজির ছুটতে থাকে একই তালে। ৫৭ মিনিটে জুলিয়ান আলভারেজ অ্যাতলেতিকোর হয়ে একটি গোল করলেও ভিএআর রিভিউতে সেটি বাতিল হয়ে যায়, কারণ গোল বিল্ডআপের সময় কোকে দেসির দুয়েকে ফাউল করেছিলেন। অ্যাতলেতিকোর দুঃস্বপ্ন আরও বাড়ে যখন তাদের ডিফেন্ডার ক্লেমন্ত লংলে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন, ফলে তারা ১০ জনের দলে পরিণত হয়।

ম্যাচের ৮৭তম মিনিটে বদলি হিসেবে নামা সেনি মায়ুলু পিএসজির হয়ে তৃতীয় গোল করেন। ইনজুরি সময়ে পেনাল্টি থেকে লিং কাং শেষ গোলটি করে পিএসজির বড় জয় নিশ্চিত করেন।

উসমান দেম্বেলে চোটের কারণে এই ম্যাচে পিএসজি দলে ছিলেন না। তবে তার অনুপস্থিতি সত্ত্বেও দলটি তাদের আক্রমণাত্মক ফুটবল ধরে রাখতে পেরেছে। ম্যাচের ৭৪ শতাংশ বল নিজেদের দখলে রেখে পিএসজি প্রতিপক্ষের গোলে ১১টি শট নেয়।

Comments

The Daily Star  | English

Reforms, justice must come before election: Nahid

He also said, "This generation promises a new democratic constitution for Bangladesh."

1h ago