ক্লাব বিশ্বকাপ বাদই দিতে বললেন লা লিগার সভাপতি

ছবি: এএফপি

লা লিগার সভাপতি হাভিয়ের তেবাস আবারও বড় পরিসরে ফিফা ক্লাব বিশ্বকাপ আয়োজনের তীব্র সমালোচনা করলেন। তিনি কোনো রাখঢাক না করে জানালেন, টুর্নামেন্টটি ফুটবল ক্যালেন্ডার থেকে সম্পূর্ণভাবে বাদ দেওয়া উচিত।

মঙ্গলবার মাদ্রিদে এক অনুষ্ঠানে তেবাসের কাছে প্রশ্ন রাখা হয়, ভবিষ্যতে কীভাবে আরও ভালোভাবে ক্লাব বিশ্বকাপ আয়োজন করতে পারে ফিফা? তিনি নিজের আগের অবস্থানে অনড় থেকে জবাব দেন, 'এটা বাদ দিয়ে।' গত সপ্তাহে তিনি এই টুর্নামেন্টকে 'সম্পূর্ণ অযৌক্তিক' বলে আখ্যায়িত করেছিলেন।

লা লিগার সভাপতি আরও বলেন, 'আমার উদ্দেশ্য খুবই পরিষ্কার— ক্লাব বিশ্বকাপ যেন আর না হয়। এর কোনো জায়গা নেই। আমাদের এমন কোনো টুর্নামেন্টের আর প্রয়োজন নেই যা কেবল কিছু নির্দিষ্ট সংখ্যক ক্লাব ও খেলোয়াড়ের দিকেই টাকা প্রবাহিত করে। এই মডেল বিভিন্ন দেশের জাতীয় লিগগুলোর সমগ্র পরিবেশকে নেতিবাচকভাবে প্রভাবিত করে, বিশেষ করে ইউরোপে।'

তার মতে, ক্লাব বিশ্বকাপকে আগের ফরম্যাটে অর্থাৎ ছোট পরিসরেই (ছয়টি বা সাতটি দল নিয়ে) রাখা উচিত, 'আমাদের বর্তমান ফুটবল কাঠামো রক্ষা করতে হবে এবং এই টুর্নামেন্ট বাদ দিতে হবে। ক্লাব বিশ্বকাপ আগের মতো ছোট পরিসরে কোনো একটি সপ্তাহের শেষে আয়োজন করলেই যথেষ্ট ছিল। এখন আর ক্লাবগুলোর জন্য কোনো ফাঁকা তারিখ নেই।'

তেবাস জানান, তিনি চলমান ক্লাব বিশ্বকাপে চেলসি ও এলএ এফসির ম্যাচের ২৫ মিনিট দেখেছেন। তবে সেটা তাকে মোটেও আকর্ষণ করতে পারেনি, 'আমি যেটুকু দেখেছি, তাতে মনে হয়েছে, এটা যেন একটি প্রাক-মৌসুমের প্রীতি ম্যাচ। কোনো রকম তাড়না আমি দেখতে পাইনি।'

গতকাল সোমবার রাতে আটলান্টায় অনুষ্ঠিত ম্যাচে চেলসি ২-০ গোলে হারিয়েছে এলএ এফসিকে। কিন্তু মাঠে দর্শকের উপস্থিতি ছিল দৃষ্টিকটুভাবে কম। ৭১ হাজার ধারণক্ষমতার স্টেডিয়ামে ৫০ হাজারের মতো আসনই ছিল ফাঁকা।

প্রথমবারের মতো ৩২ দলের অংশগ্রহণে সম্প্রসারিত ক্লাব বিশ্বকাপ যুক্তরাষ্ট্রজুড়ে অনুষ্ঠিত হচ্ছে। গত ১৪ জুন ইন্টার মায়ামি ও আল আহলির গোলশূন্য ড্রয়ের মধ্য দিয়ে টুর্নামেন্টের পর্দা উঠেছে। আগামী ১৩ জুলাই ফাইনালের মাধ্যমে এটা শেষ হবে। এখন থেকে প্রতি চার বছর পরপর এভাবে ক্লাব বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। স্পেন থেকে এবার অংশ নিয়েছে রিয়াল মাদ্রিদ ও অ্যাতলেতিকো মাদ্রিদ।

Comments

The Daily Star  | English

Fresh clash erupts between CU students, locals

Both sides were seen hurling brickbats and wielding sticks during the confrontation, turning the area into a battlefield

22m ago