ঋতুপর্ণার জাদুতে এশিয়ান কাপে খেলার দ্বারপ্রান্তে বাংলাদেশ

ছবি: বাফুফে

প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধেও বাঁ পায়ে জাদু দেখালেন ঋতুপর্ণা চাকমা। করলেন নজরকাড়া দুটি গোল। শেষদিকে উইন উইনের লক্ষ্যভেদে ব্যবধান কমিয়ে লড়াইয়ে রোমাঞ্চ ফেরাল শক্তিশালী মিয়ানমার। তবে চাপ সামলে লিড ধরে তীব্র আনন্দের জোয়ারে মাতল বাংলাদেশ। প্রথমবারের মতো নারী এশিয়ান কাপের মূলপর্বে খেলার দ্বারপ্রান্তে পৌঁছে গেল দলটি।

বুধবার ইয়াঙ্গুনের থুয়ান্না স্টেডিয়ামে বাছাইপর্বের 'সি' গ্রুপের ম্যাচে ২-১ গোলে স্বাগতিক মিয়ানমারকে হারিয়েছে বাংলাদেশ। দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে এশিয়ান কাপে এক পা দিয়ে ফেলেছে পিটার বাটলারের শিষ্যরা।

নামেভারে বাংলাদেশের চেয়ে বেশ এগিয়ে মিয়ানমার। ফিফা র‍্যাঙ্কিংয়ে মিয়ানমার আছে ৫৫তম স্থানে। বাংলাদেশ অবস্থান করছে ১২৮ নম্বরে। অর্থাৎ দুই দলের মধ্যে র‍্যাঙ্কিংয়ের ব্যবধান ৭৩ ধাপ।

দুই দলের আগের দেখায় এই মাঠেই ২০১৮ সালে অলিম্পিক বাছাইপর্বে ৫-০ গোলে মিয়ানমারের কাছে হেরেছিল বাংলাদেশ। তবে সব পরিসংখ্যান পেছনে ফেলেছে আফঈদা খন্দকারের নেতৃত্বাধীন দলটি। যোগ্যতা ও সামর্থ্যের ছাপ রেখে স্মরণীয় জয় তুলে নিয়েছে তারা।

'সি' গ্রুপের পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা বাংলাদেশ নিজেদের আগের ম্যাচে ৭-০ গোলে গুঁড়িয়ে দিয়েছিল ৩৬ ধাপ এগিয়ে থাকা বাহরাইনকে। তৃতীয় ও শেষ ম্যাচে আগামী শনিবার ১৩ ধাপ পিছিয়ে থাকা তুর্কমেনিস্তানকে মোকাবিলা করবে তারা। ওই ম্যাচে অপ্রত্যাশিত কিছু না ঘটলে আগামী বছরের মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় এশিয়ান কাপে খেলবে বাংলাদেশ।

ম্যাচের শুরুতে বলের দখল রাখে মিয়ানমার। বাংলাদেশের রক্ষণে ভীতিও ছড়ায় তারা। দ্বাদশ মিনিটে গোলরক্ষক রুপনা চাকমাকে পোস্ট ছেড়ে বেরিয়ে বল বিপদমুক্ত করতে হয়।

১৮তম মিনিটে বদলে যায় চিত্র। পায়ের কারকুরির পর শামসুন্নাহার জুনিয়র ডি-বক্সের সামনে ফাউলের শিকার হলে ফ্রি-কিক মেলে বাংলাদেশের। উইঙ্গার ঋতুপর্ণার শট রক্ষণদেয়ালে প্রতিহত হওয়ার পর ফের তিনিই বল পান। এরপর বাঁ পায়ের গড়ানো শটে দূরের পোস্ট দিয়ে জাল কাঁপান তিনি। বাঁধভাঙা উল্লাসে মেতে ওঠে লাল-সবুজের প্রতিনিধিরা।

ছয় মিনিট পর অল্পের জন্য ব্যবধান বাড়াতে পারেনি বাংলাদেশ। ঋতুপর্ণার ক্রসে শামসুন্নাহার জুনিয়র খুব কাছ থেকে পা ছোঁয়ালেও বল পোস্টে লেগে বাইরে চলে যায়। সুযোগ নষ্টের আক্ষেপে মুখ ঢাকেন তিনি।

প্রথমার্ধের শেষদিকে তেতে ওঠে মিয়ানমার। ৩৭তম মিনিটে ঘটতে পারত বিপদ। পোস্ট ছেড়ে আক্রমণ ঠেকাতে গিয়েছিলেন রুপনা। তিনি বলের নিয়ন্ত্রণ রাখতে ব্যর্থ হলে পেয়ে যান খিন মো মো তুন। তবে জাল ফাঁকা থাকলেও তার দূর থেকে নেওয়া শট হয় লক্ষ্যভ্রষ্ট।

৪২তম মিনিটে বড় বাঁচা বেঁচে যায় বাংলাদেশ। ইউপার খাইনের ডি-বক্সের বাইরে থেকে নেওয়া শট ক্রসবারে বাধা পায়। ফিরতি শটে বিপজ্জনক জায়গা থেকে বল উড়িয়ে মারেন ন ওয়াই। এরপর মাটিতে লুটিয়ে পড়ে হতাশা প্রকাশ করেন তিনি।

দ্বিতীয়ার্ধের শুরুতে আক্রমণের ঝাপটা আরও বাড়ায় মিয়ানমার। তবে রক্ষণে আফঈদা-শামসুন্নাহার সিনিয়র-শিউলি আজিমরা অবিচল থাকায় গোলপোস্ট অক্ষত রাখে বাংলাদেশ।

চাপ সামলে ৭১তম মিনিটে ম্যাচের চালকের আসনে বসে পড়ে বাংলাদেশ। আবার বাঁ পায়ে ঝলক দেখান ঋতুপর্ণা। প্রতিপক্ষের এক খেলোয়াড়ের কাছ থেকে বল কেড়ে বামপ্রান্ত দিয়ে আক্রমণে ওঠেন তিনি। এরপর ডি-বক্সের বাইরে থেকে বাঁ পায়ের কোণাকুণি শটে ভেদ করেন নিশানা। পুরোপুরি বোকা বনে যান মিয়ানমারের গোলরক্ষক মিয়ো মিয়া মিয়া। তার মাথার উপর দিয়ে বল জালে জড়ায়।

ছয় মিনিট পর রক্ষাকর্তার ভূমিকায় দেখা যায় রুপনাকে। মাইয়াত হিন ডি-বক্সে ঢুকে একা পেয়ে যান তাকে। কিন্তু ফাঁকি দিতে পারেননি। ঝাঁপিয়ে পড়ে তার পা থেকে বল কেড়ে নেন রুপনা।

এরপর সময় যত গড়াতে থাকে, বাংলাদেশের এশিয়ান কাপে দুয়ারে কড়া নাড়ার পথ ততই চওড়া হতে থাকে। তবে ৮৯তম মিনিটে ব্যবধান কমান উইন। এই ধাক্কা সামলে বাকি সময় নির্বিঘ্নে কাটিয়ে দেয় ব্রিটিশ কোচ বাটলারের দলটি।

অস্ট্রেলিয়ায় এশিয়ান কাপে অংশ নেবে ১২টি দল। স্বাগতিকরাসহ ইতোমধ্যে চারটি দল পেয়ে গেছে মূলপর্বের টিকিট। বাকিরা হলো ২০২২ সালে হওয়া আগের আসরের চ্যাম্পিয়ন চীন, রানার্সআপ দক্ষিণ কোরিয়া ও তৃতীয় স্থান পাওয়া জাপান। তাদের সঙ্গী হবে বাছাইপর্বের আটটি গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষ আটটি দল।

Comments

The Daily Star  | English

Reward for looted police firearms brings no tips

More than 1,300 firearms and over 2,50,000 rounds of ammunition remain missing, with many reportedly now in the hands of criminals

42m ago