ফিফা ক্লাব বিশ্বকাপ

আল-হিলালকে হারিয়ে ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে ব্রাজিলের ফ্লুমিনেন্স

ফিফা ক্লাব বিশ্বকাপে ব্রাজিলের ক্লাবগুলোর ছন্দে ধারা রেখে সেমিফাইনালে উঠেছে ফ্লুমিনেন্স। টানটান উত্তেজনার ম্যাচে সৌদি আরবের আল-হিলালকে পরাজিত করেছে তারা।

শুক্রবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার অরলান্ডোতে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালের ম্যাচ আল-হিলালকে ২-১ গোলে হারায় ফ্লুমিনেন্স। প্রথমবারের মতন ক্লাব বিশ্বকাপের ফাইনালে উঠার পথে থিয়াগো সিলভার দলের পেরুতে হবে আর এক ধাপ।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ফ্লুমিনেন্স। খেলার ৪০ মিনিটে তারা প্রথম গোলের দেখা পায়। মাঝমাঠ থেকে বল পেয়ে বাঁ দিক দিয়ে আক্রমণে উঠে ডিফেন্ডার মার্সেলো দারুণ এক পাস দেন। সেই পাসে ডি-বক্সের মধ্যে আলগা বল পেয়ে যান ফরোয়ার্ড মার্টিনেল্লি, যিনি ঠান্ডা মাথায় গোলরক্ষককে পরাস্ত করে দলকে এগিয়ে দেন।

তবে আল-হিলালও সহজে হাল ছাড়েনি। বিরতির ঠিক পরে সমতা ফেরান মার্কাস লিওনার্দো।  উভয় দলই এগিয়ে যেতে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে। বেশ কিছুক্ষণ আক্রমণ পাল্টা আক্রমণ চললেও কোনো দলই গোলের দেখা পাচ্ছিল না। অবশেষে খেলার ৭১তম মিনিটে ফ্লুমিনেন্স জয়সূচক গোল পায়। বাঁ দিক থেকে আসা ক্রসে চমৎকার ভলিতে গোল করেন বদলি খেলোয়াড় হারকুলেস। তার এই অসাধারণ গোলেই সেমিফাইনালের টিকিট নিশ্চিত হয় ফ্লুমিনেন্সের।

আল-হিলাল তাদের আগের ম্যাচে শক্তিশালী ম্যানচেস্টার সিটিকে হারিয়ে ফুটবল বিশ্বে হইচই ফেলে দিয়েছিল। কিন্তু ফ্লুমিনেন্সের বিরুদ্ধে তারা সেই ফর্ম ধরে রাখতে পারেনি। পুরো ম্যাচে তারা কয়েকটি সুযোগ তৈরি করলেও ফ্লুমিনেন্সের রক্ষণভাগ তাদের আটকে রাখে।

ফ্লুমিনেন্সের অভিজ্ঞ ডিফেন্ডার ও অধিনায়ক থিয়াগো সিলভা ম্যাচ শেষে বলেন, 'আমরা জানতাম ম্যাচটা কঠিন হবে। আল-হিলাল খুব ভালো দল। তবে আমাদের খেলোয়াড়রা নিজেদের সেরাটা দিয়েছে এবং আমরা সেমিফাইনালে উঠতে পেরে খুশি।'

এই জয়ের ফলে ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে ফ্লুমিনেন্সের প্রতিপক্ষ চেলসি। তারা পালমেইরাসকে হারিয়ে  শেষ চার নিশ্চিত করেছে।

Comments

The Daily Star  | English

Economist Barkat held in graft case

Economist Prof Abul Barkat was arrested in the capital last night in a case filed with the Anti-Corruption Commission.

6h ago