ট্রাম্পের হাতে আসল ট্রফি, চেলসির কপালে কেবল রেপ্লিকা!

ক্লাব বিশ্বকাপের প্রথম আসরের ফাইনালের আগেই ট্রফি তুলে দেওয়া হয়েছিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে, এবং সেটা ছিল আসল ট্রফি! ম্যাচ শেষে চ্যাম্পিয়ন হওয়া চেলসি পেয়েছে কেবল একটি রেপ্লিকা বা প্রতিলিপি ট্রফি।

মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালের আগে ডিজেডএএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, ফিফা কর্মকর্তারা তাকে আসল ক্লাব বিশ্বকাপ ট্রফিটি উপহার দিয়েছেন এবং সেটি এখন ওভাল অফিসে সাজিয়ে রাখা আছে।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো গত মার্চে ট্রফি সহকারে হোয়াইট হাউসে গিয়েছিলেন। সেখানেই ঘটে এই ঘটনাটি।

ট্রাম্প বলেন, "তারা বলল, 'আপনি কি একটু এই ট্রফিটা রাখতে পারেন?' আমরা তখন সেটিকে ওভাল অফিসে রাখি। পরে আমি জিজ্ঞেস করলাম, 'আপনারা কখন এটি নিয়ে যাবেন?' তারা বলল, 'আমরা আর নেব না। এটি চিরকাল আপনার কাছেই থাকুক। আমরা নতুন একটি বানাচ্ছি।'"

তিনি আরও বলেন, "তারা সত্যিই একটি নতুন ট্রফি বানিয়েছে। এটি দারুণ রোমাঞ্চকর একটি বিষয়… এখনও ওভাল অফিসেই আছে ট্রফিটা।"

এর মানে দাঁড়ায়, ইউরোপ চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেনকে হারিয়ে চমক জাগানো শিরোপা জিতলেও, চেলসিকে দেওয়া হয়েছে কেবলমাত্র একটি রেপ্লিকা বা কপি ট্রফি!

আলোচনার এক পর্যায়ে ট্রাম্প মজা করে বলেন, তিনি চাইলেই নির্বাহী আদেশে 'সকার' শব্দটি বদলে 'ফুটবল' করে দিতে পারেন।

"তারা একে 'ফুটবল' বলে, কিন্তু আমরা 'সকার' বলি," মন্তব্য করেন ট্রাম্প।

সাক্ষাৎকার গ্রহণকারী তাকে জিজ্ঞেস করেন, "আপনি যদি একটি নির্বাহী আদেশ জারি করেন, যাতে সবাইকে 'ফুটবল' বলতে হয়?"

জবাবে ট্রাম্প বলেন, "আমি তা করতে পারি। আমি মনে করি, আমি সেটাই করতে পারি!"

Comments

The Daily Star  | English

Hasina’s final days before the fall

A desire to cling to power, intolerance for dissent and failure to see the writing on the wall were what eventually unravel Sheikh Hasina’s iron-fisted rule of 15 years.

5h ago