ক্লাব বিশ্বকাপ জয়ের বোনাস দিয়ে জোতার পরিবারকে সহায়তা করবে চেলসি

মহৎ একটি উদ্যোগ নিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের দল চেলসি। ফিফা ক্লাব বিশ্বকাপ জয়ের পর তাদের ফুটবলাররা যে বোনাস পাবেন, সেটার একটি অংশ প্রয়াত দিয়োগো জোতা ও আন্দ্রে সিলভার পরিবারকে আর্থিক অনুদান হিসেবে দেওয়া হবে।
গত ৩ জুলাই ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান লিভারপুলের পর্তুগিজ ফরোয়ার্ড জোতা ও তার ভাই আন্দ্রে। স্পেনের জামোরা প্রদেশে স্থানীয় সময় সকালে তাদের বহনকারী গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে আঘাত করে। দুর্ঘটনাস্থলেই দুই ভাইয়ের অকাল মৃত্যু ঘটে।
কিছুদিন পর ১৩ জুলাই ৩২টি দল নিয়ে আয়োজিত নতুন আঙ্গিকের ক্লাব বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় চেলসি। ফাইনালে নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাধারী পিএসজিকে ৩-০ গোলে উড়িয়ে দেয় তারা। ওই সাফল্যের সুবাদে ব্লুজরা আর্থিক পুরস্কার হিসেবে প্রায় ১১ কোটি ৪৬ লাখ ডলার আয় করেছে।
ওই অর্থের মধ্যে খেলোয়াড়দের জন্য চেলসি বোনাস হিসেবে ১ কোটি ৫৫ লাখ ডলার ঘোষণা করেছে। ক্লাব বিশ্বকাপের স্কোয়াডে থাকাদের মধ্যে এটি সমানভাবে বিতরণ করা হবে। বৃহস্পতিবার আমেরিকান গণমাধ্যম দ্য অ্যাথলেটিক জানিয়েছে, চেলসি ও তাদের খেলোয়াড়দের যৌথ সিদ্ধান্ত অনুযায়ী, জোতা ও আন্দ্রের পরিবারকেও সমান পরিমাণ অর্থ দেওয়া হবে। সেক্ষেত্রে প্রায় ৫ লাখ ডলারের বেশি আর্থিক অনুদান পাবে তারা।
২০২০ সালে আরেক ইংলিশ ক্লাব উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স থেকে লিভারপুলে যোগ দিয়েছিলেন জোতা। অলরেডদের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৮২ ম্যাচে ৬৫ গোল করেছিলেন তিনি। সম্প্রতি নিজেদের হোম ভেন্যু অ্যানফিল্ড স্টেডিয়ামে একটি ভাস্কর্য নির্মাণের পরিকল্পনা প্রকাশ করেছে লিভারপুল। এটি জোতার প্রতি চিরস্থায়ী শ্রদ্ধাঞ্জলি হিসেবে বিবেচিত হবে।
প্রিমিয়ার লিগের নতুন মৌসুমের উদ্বোধনী ম্যাচে ঘরের মাঠে বোর্নমাউথের মুখোমুখি হবে লিভারপুল। খেলা শুরু হবে বাংলাদেশ সময় আগামীকাল শুক্রবার দিবাগত রাত একটায়। জোতার স্মরণে ম্যাচে এক মিনিট নীরবতা পালন করা হবে। এর আগে ক্লাবটি তার পরিহিত ২০ নম্বর জার্সি অবসরে পাঠানোর ঘোষণা দিয়েছে।
Comments