নেপালের মাটিতে দুটি প্রীতি ম্যাচ খেলবেন হামজারা

আগামী সেপ্টেম্বর মাসের ফিফা উইন্ডোতে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ম্যাচগুলোতে হামজা চৌধুরী-শমিত সোম-জামাল ভূঁইয়াদের প্রতিপক্ষ নেপাল।
সোমবার অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন (এএনএফএ) তাদের অফিসিয়াল ওয়েবসাইটে বিষয়টি নিশ্চিত করেছে। আগামী ৬ ও ৯ সেপ্টেম্বর দল দুটি পরস্পরকে মোকাবিলা করবে। দুটি ম্যাচই হবে কাঠমুন্ডুর দশরথ স্টেডিয়ামে।
আগামী ২০২৭ সালের এশিয়ান কাপ বাছাইপর্বের প্রস্তুতির অংশ হিসেবে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশ রয়েছে ১৮৩ নম্বরে। নেপাল অবস্থান করছে ১৭৫তম স্থানে।
গত দুই দশকে দক্ষিণ এশিয়ার দল দুটি মোট ১৪ বার পরস্পরের মুখোমুখি হয়েছে। সেখানে জয়ের পাল্লা ভারী নেপালের দিকে। বাংলাদেশের চারটি জয়ের বিপরীতে তারা জিতেছে পাঁচটিতে। ড্র হয়েছে বাকি পাঁচটি ম্যাচ।
এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ রয়েছে 'সি' গ্রুপে। দুই ম্যাচ খেলে তাদের অর্জন ১ পয়েন্ট। হাভিয়ের কাবরেরার শিষ্যদের পরের ম্যাচ হংকংয়ের বিপক্ষে। আগামী ৯ অক্টোবর ঢাকার জাতীয় স্টেডিয়ামে হবে খেলাটি।
গত মার্চে নিজেদের প্রথম ম্যাচে ভারতের মাটিতে গোলশূন্য ড্র করেছিল বাংলাদেশ। তবে জুনে ঘরের মাঠে সিঙ্গাপুরের বিপক্ষে ২-১ গোলে হেরে যায় লাল-সবুজ জার্সিধারীরা।
'এফ' গ্রুপে থাকা নেপাল দুই ম্যাচ খেলে এখনও কোনো পয়েন্ট পায়নি। আগামী ৯ অক্টোবর নিজেদের পরবর্তী ম্যাচে ভিয়েতনামের মাটিতে খেলতে নামবে তারা।
হংকংকে মোকাবিলার আগে সেপ্টেম্বরে প্রীতি ম্যাচ খেলার উদ্যোগের কথা আগেই জানিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ইউরোপের দলের বিপক্ষে খেলার গুঞ্জন থাকলেও শেষমেশ নেপালকে পাচ্ছে ফুটবলাররা।
Comments