ঋতুপর্ণার মায়ের চিকিৎসায় আর্থিক সহায়তা সরকারের

মাঠে দুর্দান্ত ফুটবল উপহার দিয়ে জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড় ঋতুপর্ণা চাকমা মন জয় করেছেন দেশের মানুষের। এবার তার অসুস্থ মায়ের চিকিৎসায় সাহায্যের হাত বাড়িয়ে দিল সরকারও। রাঙামাটি জেলা প্রশাসনের মাধ্যমে ঋতুপর্ণার পরিবারের হাতে দুই লাখ টাকার সরকারি অনুদান তুলে দেওয়া হয়েছে।
বুধবার (২৩ জুলাই) বিকালে রাঙামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ঋতুপর্ণার বড় বোন পাম্পি চাকমার হাতে এই অনুদানের চেক তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ।
এ সময় জেলা প্রশাসক বলেন, 'ঋতুপর্ণা আমাদের দেশের গর্ব। তার মায়ের অসুস্থতার খবর পাওয়ার পর বিভিন্ন রাজনৈতিক দল সহ অনেক প্রতিষ্ঠান তাদের পাশে দাঁড়িয়েছে অর্থ সহায়তা প্রদান করেছে। আমরা জেলা প্রশাসন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে এই বিষয়ে অবগত করার পর মন্ত্রণালয় এই অর্থ বরাদ্দ দিয়েছে। আমরা ঋতুপর্ণার মায়ের সুস্থতার জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি।'
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রুহুল আমিন, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আতিকুর রহমানসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।
ঋতুপর্ণার বড় বোন পাম্পি চাকমা পরিবারের পক্ষ থেকে সরকারকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
প্রসঙ্গত, ঋতুপর্ণার মা বসুবতি চাকমা প্রায় দেড় বছর ধরে শারীরিক জটিলতায় ভুগছেন। তার চিকিৎসার জন্য ইতোমধ্যে রাজনীতিবিদ ও স্থানীয় নেতারাও সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন। গত ৯ জুলাই অসুস্থ মাকে দেখতে ঘাগড়া মগাছড়ি গ্রামে যান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী ও রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদার। এসময় বিএনপির পক্ষ থেকে নগদ দুই লাখ টাকা এবং জেলা পরিষদের পক্ষ থেকে তিন লাখ টাকার চেক প্রদান করা হয়।
Comments