ক্লাবেও রোনালদোর সতীর্থ হচ্ছেন ফেলিক্স

অনেক দিন থেকেই জাতীয় দলে ক্রিস্তিয়ানো রোনালদোর নিয়মিত সতীর্থ জোয়াও ফেলিক্স। তবে ক্লাবে কখনো একত্রে খেলা হয়নি তাদের। নতুন মৌসুমে সেই সম্ভাবনা বাস্তবে রূপ নিতে যাচ্ছে। ফেলিক্সকে কিনার খুব কাছাকাছি পৌঁছেছে রোনালদোর দল আল-নাসর।

গত কয়েক মৌসুম শিরোপাহীন থাকার পর সৌদি প্রো লিগ জয়ের লক্ষ্যকে সামনে রেখে বড়সড় চুক্তির পথে হাঁটছে আল-নাসর। সে ধারায় ক্লাবটির নজর এবার চেলসি ফরোয়ার্ড ফেলিক্সের দিকে, যার জন্য প্রায় ৪৪ মিলিয়ন পাউন্ডের একটি চুক্তি চূড়ান্ত হওয়ার পথে।

২৫ বছর বয়সী পর্তুগিজ তারকাকে ২০২৩ সালে অর্ধ-মৌসুমের লোন এবং ২০২৪ সালে প্রায় ৪৫ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে অ্যাতলেটিকো মাদ্রিদ থেকে স্থায়ীভাবে দলে ভেড়ায় চেলসি। তবে দুই দফার সুযোগেই নিজেকে প্রমাণে ব্যর্থ হন ফেলিক্স। এখন সেই বিনিয়োগ প্রায় পুরোপুরি ফিরিয়ে আনতে যাচ্ছে ব্লুজরা।

ফেলিক্সকে নিয়ে আগ্রহী ছিল তার পুরোনো ক্লাব বেনফিকাও। তবে তার আগেই দ্রুত পদক্ষেপ নেয় সৌদি ক্লাব আল-নাসর। বড় লক্ষ্য তাদের—সৌদি প্রো লিগে শিরোপা জেতা। যে কারণে তারা সম্প্রতি রোনালদোর চুক্তির মেয়াদ বাড়িয়েছে এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অভিজ্ঞ পর্তুগিজ কোচ হোর্হে জেসুসকে দায়িত্ব দিয়েছে।

চেলসি এই বিক্রি থেকে প্রাপ্ত অর্থ কাজে লাগাতে চায় আরবি লাইপজিগের অ্যাটাকার জাভি সিমনসকে দলে ভেড়াতে। গ্রীষ্মকালীন দলবদলে নতুন মুখ আনার আগে ব্লুজদের জন্য কিছু বিক্রি ছিল অত্যন্ত জরুরি, আর ফেলিক্সের বিদায় সেই পথ খুলে দিচ্ছে। এর আগে এসি মিলানে ফেলিক্সের লোন ডিল থেকে ৫ মিলিয়ন পাউন্ড আয় করেছিল চেলসি।

Comments

The Daily Star  | English

First commodity exchange may launch this year

The Chittagong Stock Exchange (CSE) is working to launch the country’s first-ever commodity exchange by the end of this year, initially trading in cotton, crude palm oil, silver, and gold.

11h ago