বসুন্ধরা কিংসের বিরুদ্ধে বেতন না দেয়ায় ফিফার কাছে সাবেক কোচের অভিযোগ

বকেয়া বেতন, বোনাস ও বিমানের টিকিটের টাকা না দেওয়ায় সাবেক ক্লাব বসুন্ধরা কিংসের বিরুদ্ধে ফিফার কাছে অভিযোগ দায়ের করেছেন সাবেক কোচ ভ্যালেরিউ টিটা।
গত বছর দীর্ঘদিনের কোচ অস্কার ব্রুজোনকে সরিয়ে রোমানিয়ান কোচ টিটাকে দায়িত্ব দিয়েছিল কিংস। তার অধীনে পাঁচবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা গত বছর বাংলাদেশ চ্যালেঞ্জ কাপ এবং ফেডারেশন কাপে সাফল্য পেয়েছিল। তবে চলতি বছরের শুরুতে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।
৫৯ বছর বয়সী এই কোচের অধীনে দল লিগে তৃতীয় স্থানে থেকে মৌসুম শেষ করে। মূলত, দেশে গত বছর রাজনৈতিক পালাবদলের পর আর্থিক সংকটের কারণে ক্লাবের কিছু হাই-প্রোফাইল বিদেশি খেলোয়াড় চলে যাওয়ার কারণেই দলের ফল এমন হয়। এছাড়াও, তার অধীনে এএফসি চ্যালেঞ্জ কাপের গ্রুপ পর্বে একটিও পয়েন্ট না পেয়ে একেবারে তলানিতে ছিল কিংস।
চলতি বছরের জুনে ওমানের ক্লাব আল-সিবের কোচ হিসেবে যোগ দেওয়ার পর এই সপ্তাহে টিটা তার বাংলাদেশের সাবেক ক্লাবের বিরুদ্ধে ফিফার কাছে অভিযোগ দায়ের করেছেন।
দ্য ডেইলি স্টারকে রোমানিয়ান এই কোচ বলেন, 'এই অভিযোগটি তিন মাসের বেতন, বোনাস এবং আমার নিজের টাকায় কেনা বিমানের টিকিট সংক্রান্ত।' তিনি আরও জানান, কিংসের তার সাবেক ট্রেনার খলিল চারকুনও ক্লাবের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ দায়ের করেছেন।
এই অভিজ্ঞ কোচ ক্লাবের অবস্থার হঠাৎ পরিবর্তন দেখে হতাশা প্রকাশ করেছেন। টিটা বিস্ময় প্রকাশ করে বলেন, 'আমরা আসার আগে তাদের যে সুযোগ-সুবিধা ছিল, তা ছিল দারুণ এবং এমনকি এএফসি কাপ জেতার মতো। কিন্তু আমরা আসার পর থেকেই কেবল সমস্যা: কোনো খেলোয়াড় নেই, টাকা নেই, বোনাস নেই, কিছুই নেই। এসব সত্ত্বেও আমরা ২টি শিরোপা জিতেছি। অথচ তারা এখন নতুন খেলোয়াড় ও নতুন স্টাফ নিয়োগ করছে। সবকিছুই অদ্ভুত।'
ক্লাবটি সম্প্রতি আসন্ন মৌসুমের জন্য ব্রাজিলিয়ান কোচ সার্জিও ফারিয়াসকে নিয়োগ দিয়েছে এবং কয়েকজন ভালো মানের বিদেশি ও স্থানীয় খেলোয়াড়ও দলে নিয়েছে।
বসুন্ধরা কিংস বর্তমানে আগামী ১২ আগস্ট দোহায় সিরিয়ার ক্লাব আল-কারামার বিরুদ্ধে এএফসি চ্যালেঞ্জ প্লে-অফ ম্যাচের জন্য প্রস্তুতি নিচ্ছে।
Comments