ফকিরেরপুলের ওপর থেকে ফিফার ট্রান্সফার নিষেধাজ্ঞা প্রত্যাহার

অবশেষে সুখবর পেল ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব। ফিফা তাদের ওপর থেকে ট্রান্সফার নিষেধাজ্ঞা তুলে নিয়েছে, ফলে চলমান ট্রান্সফার কার্যক্রম সম্পন্ন করতে পারবে ক্লাবটি এবং আসন্ন মৌসুমে দেশের শীর্ষ লিগে অংশগ্রহণে কোনো বাধা থাকছে না।
মতিঝিলভিত্তিক ক্লাবটির বিরুদ্ধে গত মৌসুমে উজবেক ফুটবলার সারদর জাখোনভের বকেয়া পরিশোধ না করায় চলতি মাসের শুরুতে নিষেধাজ্ঞা দিয়েছিল বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। তবে বুধবার ফিফা থেকে প্রাপ্ত চিঠিতে নিষেধাজ্ঞা প্রত্যাহারের নির্দেশ এসেছে বলে জানিয়েছেন ক্লাবের কর্মকর্তারা এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) এক সূত্র।
'খবরটা শুনে আমরা সবাই খুব খুশি। আজ দুপুরে বাফুফে আমাদের ফিফার চিঠি দিয়েছে। আমরা খেলোয়াড়কে ২৫ লাখ টাকা বকেয়া পরিশোধ করেছি,' দ্য ডেইলি স্টার-কে বলেন ক্লাবের সাধারণ সম্পাদক আহমদ আলী।
বাফুফের এক সূত্রও বিষয়টি নিশ্চিত করে জানায়, এখন থেকে ক্লাবটি দেশি ও বিদেশি—দুই ধরনের খেলোয়াড়ই দলে ভেড়াতে পারবে। আহমদ আলী জানান, 'আমরা এখন ভালো দল গড়ার চেষ্টা করব, স্থানীয় ও বিদেশি খেলোয়াড় মিলিয়ে।'
ট্রান্সফার উইন্ডো বন্ধ হবে আগামী ১৫ আগস্ট। গত মৌসুমে বাংলাদেশ প্রিমিয়ার লিগে অষ্টম স্থানে থেকে অল্পের জন্য অবনমন এড়িয়েছিল ফকিরেরপুল।
Comments