লিভারপুল ছেড়ে আল-হিলালে দারউইন নুনেজ

Darwin Nunez

লিভারপুলের উরুগুয়াইন স্ট্রাইকার ডারউইন নুনেজ সৌদি প্রো লিগের ক্লাব আল-হিলালে তিন বছরের চুক্তিতে যোগ দিয়েছেন। শনিবার উভয় ক্লাবই এই খবর নিশ্চিত করেছে। এর ফলে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের নিউক্যাসল ইউনাইটেডের অ্যালেকজান্ডার ইসাকের পেছনে ছোটার পথ আবার খুলে যেতে পারে।

২৬ বছর বয়সী নুনেজ ২০২২ সালে বেনফিকা থেকে প্রাথমিকভাবে ৭৫ মিলিয়ন ইউরোতে অ্যানফিল্ডে এসেছিলেন। কিন্তু ১৪৩ ম্যাচ খেলে তিনি করতে পারেন ৪০ গোল। যা তার বিশাল অঙ্কের মূল্যের সঙ্গে ঠিক মাননসই নয়।  ইয়ুর্গেন ক্লপ এবং নতুন কোচ আর্নে স্লট উভয়ের অধীনেই তিনি দলের পিছনের প্রথম পছন্দের বিবেচনার বাইরে  চলে গিয়েছিলেন। বিশেষ করে লিভারপুল যখন গ্রীষ্মকালীন দলবদলে হুগো একিটিকে, ফ্লোরিয়ান উইর্টজ, মিলোস কেরকেজ এবং জেরেমি ফ্রিমপংকে দলে আনতে ৩০০ মিলিয়ন ইউরো খরচ করে, তখন তার অবস্থান আরও নড়বড়ে হয়।

জানা গেছে, নুনেজের জন্য আল-হিলাল প্রাথমিকভাবে ৫৩ মিলিয়ন ইউরো দিচ্ছে। এর ফলে লুইস ডিয়াজ, জ্যারেল কোয়ানসাহ, কাওইমহিন কেললেহার, ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড এবং টাইলার মরটনের মতো খেলোয়াড়দের বিক্রি করে এই দলবদলের মৌসুমে লিভারপুলের আয় প্রায় ২০০ মিলিয়ন ইউরোতে পৌঁছেছে। এর আগে ইসাকের জন্য লিভারপুল ১১০ মিলিয়ন পাউন্ডের প্রস্তাব দিয়েছিল, যা নিউক্যাসল প্রত্যাখ্যান করে। তারা ইসাকের জন্য ১৫০ মিলিয়ন পাউন্ড পর্যন্ত দাবি করছে।

সিমিওনে ইনজাঘির কোচিংয়ে আল-হিলালের দলে রয়েছেন রুবেন নেভেস, জোয়াও কানসেলো, কালিদু কুলিবালি এবং আলেকজান্ডার মিত্রোভিচের মতো তারকারা। সম্প্রতি ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে তারা ম্যানচেস্টার সিটিকে হারিয়ে সবাইকে চমকে দিয়েছিল।

এদিকে বার্সেলোনা ঘোষণা করেছে যে তাদের সেন্টার-ব্যাক ইনিগো মার্টিনেজ ক্লাব ছাড়ছেন। স্প্যানিশ গণমাধ্যমের খবর অনুযায়ী, তিনি আল-নাসরে যোগ দিতে চলেছেন। ৩৪ বছর বয়সী এই খেলোয়াড় ২০২৩ সালে অ্যাথলেটিক বিলবাও থেকে বার্সায় এসেছিলেন। এ পর্যন্ত তিনি ৭১টি ম্যাচ খেলেছেন। গত মৌসুমে দলকে লা লিগা জেতায় অবদান রেখেছিলেন তিনি।

স্পেনের হয়ে ২১টি ম্যাচে খেলা মার্টিনেজ বিলবাওতে আসার আগে রিয়াল সোসিয়েদাদেও দীর্ঘ সময় কাটিয়েছেন। তার ক্লাব ছাড়ার ফলে বার্সার বেতন কাঠামোতে চাপ কমবে। অন্যদিকে, ক্রিস্তিয়ানো রোনালদোর ২৫ গোলে ভর করে গত  মৌসুমে তৃতীয় হওয়া আল-নাসর স্কোয়াড আরও শক্তিশালী করল।

Comments

The Daily Star  | English

Investment slump deepens

Imports of capital machinery have fallen to multi-year lows, dipping even below Covid-19 levels

7h ago