স্বপ্নের অভিষেকে নায়ক শেভালিয়ের, এনরিকের উচ্ছ্বসিত প্রশংসা

জিয়ানলুইজি দোনারুম্মাকে স্কোয়াড থেকে বাদ দিয়ে নতুন গোলকিপারের হাতে দায়িত্ব তুলে দেওয়া ছিল সাহসী এক সিদ্ধান্ত। কিন্তু লুকাস শেভালিয়ের প্রমাণ করলেন এটাই ছিল সঠিক পদক্ষেপ। সুপার কাপে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে অভিষেক ম্যাচেই দুর্দান্ত পারফরম্যান্সে পিএসজিকে শিরোপা জেতালেন রাখলেন মুখ্য ভূমিকা। তার এই নৈপুণ্যে মুগ্ধ কোচ লুইস এনরিকে থেকে শুরু করে সতীর্থ ও সমর্থকরা।

২৩ বছর বয়সী সাবেক লিল গোলকিপারকে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে এনরিকের সপ্তাহের শুরুতে নেওয়া সিদ্ধান্তের কারণে। চ্যাম্পিয়ন্স লিগ জেতানো দোনারুম্মাকে স্কোয়াড থেকে বাদ দিয়ে দেন তিনি। এর পরই নতুন ক্লাবের খোঁজ শুরু করেন ইতালিয়ান এই আন্তর্জাতিক তারকা।

রোববারই দলে যোগ দেওয়া শেভালিয়ের অভিষেক ম্যাচে সতীর্থ ও সমর্থকদের মন জয় করেন একাধিক চমকপ্রদ সেভে, যার মধ্যে ছিল মিকি ফান দে ফেনের টাইব্রেকারের প্রচেষ্টা ঠেকানো।

'আমরা লুকাসের ওপর নির্ভর করেছি… সে মাত্রই এসেছে, কিন্তু সময় ছিল নিজেকে প্রমাণ করার। আমরা খুশি, কারণ সে তা করতে পেরেছে,' ম্যাচ শেষে পেনাল্টি শুটআউটে ৪-৩ ব্যবধানে জয়ের পর বলেন এনরিকে।

'এটাই পিএসজি, এখানে চাপ সামলাতে জানতে হয়। লুকাস শীর্ষমানের গোলকিপার, তার সেই সামর্থ্য আছে। সে নিজের কাজ করেছে, আর ট্রফি দিয়ে আমরা তাকে স্বাগত জানালাম,' যোগ করেন এই কোচ।

দোনারুম্মাকে ঘিরে সৃষ্ট আলোচনাকে অবশ্য আদর্শ পরিস্থিতি মানছেন না এনরিকে, 'সবাই বিষয়টি নিয়ে কথা বলছিল; তার (লুকাসের) জন্য পরিস্থিতি সহজ ছিল না, কিন্তু সে দুর্দান্ত মানসিক দৃঢ়তা দেখিয়েছে।'

'এ যেন সিনেমার গল্প, সে আসে আর পেনাল্টি সেভ করে। শুরুর জন্য এটা দারুণ,' বলেন সতীর্থ উসমান দেম্বেলে।

আগামী রোববার লিগ ওয়ানে নঁতের বিপক্ষে মৌসুম শুরু করবে পিএসজি।

Comments

The Daily Star  | English

Govt raises training honorarium, allowances by up to 50%

Trainers at joint secretary level and above will get up to Tk 3,600 per hour, up from Tk 2,500

1h ago